মন্ঝওয়ারির ওই সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে ২৩ বছরের এক যুবক দিনে ৪০টি করে রুটি খাচ্ছেন ব্রেকফাস্টে৷ ১০ প্লেট ভাত খাচ্ছেন দুপুরে৷ রাতেও পাহাড় প্রমাণ খাবার৷ কোয়ারেন্টাইন সেন্টারের রাঁধুনি সরকারি আধিকারিকদের দেখেই বলে দিলেন, 'আমি ক্লান্ত৷'
২৩ বছরের ওই যুবকের নাম অনুপ ওঝা৷ রাজস্থানে শ্রমিকের কাজ করতেন৷ সম্প্রতি বিহারে ফিরেছেন৷ আরও অনেক পরিযায়ী শ্রমিকের সঙ্গেই তিনি রয়েছেন কোয়ারেন্টাইনে৷ সম্প্রতি তাঁর খাওয়ার পরিমাণ নিয়ে জেলা প্রশাসনকে খবর দেয় সেন্টারের দায়িত্বপ্রাপ্তরা৷ জেলা আধিকারিকরা ঠিক করেন, দুপুরের খাওয়ার সময়েই তাঁরা ওই কোয়ারেন্টাইন সেন্টারে যাবেন৷
advertisement
বিডিও এ কে সিংয়ের কথায়, 'আমরা শুনলাম, বিহারের প্রিয় খাবার লিট্টি বানানো হয়েছিল একদিন৷ অনুপ ৮৫টি লিট্টি খেয়েছেন৷ আমরা নিজের চোখে দেখে এলাম ৪০টি রুটি খাচ্ছেন৷'
অনুপের কোয়ারেন্টাইন পিরিয়ড শেষের পথে৷ জেলা আধিকারিকরা সেন্টারের ম্যানেজারকে নির্দেশ দিয়েছে, অনুপ যতটা খাবেন, ততটাই তৈরি করতে৷ ওঁকে যেন কম খেতে না দেওয়া হয়৷