পুলিশের মতে, যুবতীর মৃত্যু সত্যখণ্ড এক্সপ্রেসের নিচে আসার কারণে হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি প্রেমের সম্পর্কের বলে মনে করা হচ্ছে। পুলিশ মৃতদেহটি সিভিল হাসপাতালের মর্গে রেখেছে।
আরও পড়ুন: পুণ্য সেড়ে আর বাড়ি ফেরা হল না! কুম্ভ থেকে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত ৩…
পানিপথ GRP-এর সাব-ইন্সপেক্টর (SI) দীপক কুমার জানিয়েছেন যে, স্টেশন মাস্টার থেকে খবর পাওয়া গিয়েছিল যে সমালখায় রেলওয়ে লাইনের পাশে এক যুবতীর মৃতদেহ পড়ে আছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। যুবতীর শরীরে লাল রঙের লোয়ার এবং জার্সি ছিল।
advertisement
মাথায় আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছিল। সে সত্যখণ্ড এক্সপ্রেসের চাপে পড়েছিল। মৃতদেহের কাছে গিয়ে দেখা যায় যে, যুবতীর বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তার দুই কাঁধ কাটা ছিল এবং হাতে ‘আমি আসছি আপনার কাছে’ লেখা ছিল। পুলিশ যখন তার পকেট চেক করে তখন সেখানে একজন ব্যক্তির ছবি পাওয়া যায়। রেলওয়ে পুলিশ চৌকি ইনচার্জ জসবীর জানিয়েছেন যে পুলিশ আশেপাশের এলাকায় যুবতীর পরিচয় জানার চেষ্টা করেছে, কিন্তু এখনও খুঁজে পাওয়া যায়নি তাকে।
আরও পড়ুন: ফের কেঁপে উঠল পায়ের তলার জমি! তিব্বত থেকে দিল্লি-বিহার, গত ১৭ ঘণ্টায় দেশে ১০টি ভূমিকম্প…
এরপর মৃতদেহটি সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে মহিলার পরিচয় জানার চেষ্টা করবে, তারপর পোস্টমর্টেম করা হবে। যুবতীর হাতে লেখা শব্দগুলি থেকে পুলিশ সন্দেহ করছে যে, অভিযুক্ত সেই ব্যক্তিও মারা গিয়েছে।
পুলিশ ব্যক্তির ছবিটি আশেপাশের থানাগুলিতে পাঠিয়েছে, যাতে যুবতী এবং সেই ব্যক্তির পরিচয় জানা যায়।