মালামপুঝার চেরাডের বাসিন্দা আর বাবু গত সোমবার থেকে কুরুমবাচি পাহাড়ের একটি গর্তে আটকে পড়েছিলেন। মাত্র ২৩ বছরের ওই যুবক যে গর্তে আটকে ছিলেন, তা এতটাই ছোটো ছিল যে তিনি ঠিকভাবে নড়াচড়াও করতে পারেননি। দড়ি, লাঠি এবং অন্যান্য সামগ্রী ব্যবহার করে তাঁর বন্ধুরা প্রথমে তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও তাতে কোন লাভ হয়নি।
advertisement
আরও পড়ুন: হোটেলের ঘরে বস্তার মধ্যে ওটা কী? হাড়হিম ঘটনায় চমকে উঠল নকশালবাড়ি!
এরপরই খবর দেওয়া হয় মালামপুঝা পুলিশকে। রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, সঙ্গে ছিল দমকল। কিন্তু আলোর অভাবে সেই সময় কাজ শুরু করা যায়নি। মঙ্গলবার সকালেও ওই যুবকের কাছে পৌঁছানো যায়নি। এরপর যুবকের অবস্থান চিহ্নিত করতে ড্রোন ওড়ানো হয়। এরপর কোচি থেকে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার নিয়ে আসা হয়। কিন্তু তাঁরাও ওই যুবকের কাছে পৌঁছতে পারেননি।
আরও পড়ুন: ছিলেন চিটফান্ডের এজেন্ট, হঠাৎ কোটিপতি বেকার যুবক! হাজির থানায়, ক্যানিংয়ে ঘটলটা কী?
এরপরই ভারতীয় সেনার দুটি দলকে সেখানে পাঠানো হয়। তাতে ওয়েলিংটনের মাদ্রাস রেজিমেন্ট সেন্টারের ১২ জন আধিকারিক ছিলেন। সেই দলে ছিলেন পর্বত বিশেষজ্ঞও। প্রয়োজনীয় যন্ত্রপাতিও সঙ্গে রাখা হয়েছিল। বুধবার ভোর ৫ টা ৪৫ মিনিটে উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধারের আগেই অবশ্য ওই পর্বতরোহীর কাছে জল, খাবার পাঠানো হয়েছিল। এরপর ওই যুবককে উদ্ধার করা হয়। তাঁর হাঁটুতে সামান্য চোট লেগেছে বলে জানা গিয়েছে।