TRENDING:

Train accident while making reel: তীব্র বেগে ছুটে আসছে ট্রেন, চলছে রিল বানানো! ১৬ বছরের যুবকের পরিণতি মর্মান্তিক

Last Updated:

Train accident while making reel: নামপল্লি স্টেশনের সরকারি রেলওয়ে পুলিশ জানিয়েছে, শুক্রবার সনৎ নগর রেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মৃত তরুণের নাম মহম্মদ সরফরাজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সেলফি তোলা কিংবা রিল অথবা শর্ট ভিডিও বানানো এখন ট্রেন্ড হয়ে গিয়েছে। আর এই নয়া ট্রেন্ডের কারণে অকালেই ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ। সম্প্রতি এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল হায়দরাবাদ। রেল লাইনে ইনস্টাগ্রাম রিল ভিডিও বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক তরুণের। এর আগেই ইউটিউবের জন্য ভিডিও বানাতে গিয়ে বেপরোয়া গতির বলি হয়েছিলেন এক জনপ্রিয় ইউটিউবার। সেই তালিকায় এবার নতুন সংযোজন হায়দরাবাদের এই ঘটনা!
রিল বানাতে গিয়ে প্রাণ হারালেন যুবক
রিল বানাতে গিয়ে প্রাণ হারালেন যুবক
advertisement

আরও পড়ুন: বৃদ্ধ হল হাওড়ার বড় ঘড়ি, সময় ও গতিময়তার সাক্ষী এই স্থবিরতার ইতিহাস জানেন কি

নামপল্লি স্টেশনের সরকারি রেলওয়ে পুলিশ জানিয়েছে, শুক্রবার সনৎ নগর রেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মৃত তরুণের নাম মহম্মদ সরফরাজ। শ্রীরাম নগরের বাসিন্দা সরফরাজ মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র। সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে তার। ভরত নগর এবং বোরাবান্দা রেল লাইনের মাঝে ইনস্টাগ্রাম রিল শ্যুট করার সময়ই এই দুর্ঘটনাটি ঘটে যায়। সেই সময় তার সঙ্গে ছিল দুই বন্ধুও।

advertisement

সরফরাজের সঙ্গে থাকা দুই বন্ধুর বয়ান রেকর্ড করা হয়েছে। ওই বয়ানে তারা জানিয়েছে যে, ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল ৫টা নাগাদ। কথা ছিল, রেল লাইনের উপর দিয়ে হেঁটে আসবে ওই তরুণ। আর ব্যাকগ্রাউন্ডে থাকবে ওই লাইন দিয়ে ছুটে আসা ট্রেন। সরফরাজের দুই বন্ধু সেই দৃশ্য ভিডিও-বন্দি করবে। কিন্তু এই সময়ই ঘটে যায় দুর্ঘটনা। আসলে সরফরাজ বুঝে উঠতে পারেনি ট্রেনটি কত দূরে রয়েছেন এবং তা কতটা বেগে আসছে! বন্ধুরা কিছু বুঝে ওঠার আগেই তীব্র গতিতে ছুটে আসা ওই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে সরফরাজ। মাথায় গুরুতর আঘাত লাগে। শুরু হয় ইন্টারনাল ব্লিডিং। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তবে সময়ে রেল লাইন থেকে সরে যাওয়ায় প্রাণে বেঁচে গিয়েছে সরফরাজের দুই বন্ধু।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

পুলিশ সূত্রে খবর, মৃত তরুণের বাবা সাদিকের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। আর সরফরাজের দেহ ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে রেল লাইনে পড়ে থাকা সরফরাজের মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Train accident while making reel: তীব্র বেগে ছুটে আসছে ট্রেন, চলছে রিল বানানো! ১৬ বছরের যুবকের পরিণতি মর্মান্তিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল