যুবকের মৃত্যুর পরে তাঁর পরিবার সদর থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ আধিকারিকরা শিবরাত্রির ডিউটির জন্য ব্যস্ত আছেন এই অজুহাতে ফিরিয়ে দেন বলে অভিযোগ। পরে এই বিষয়ে তাঁরা সিএম পোর্টালে অভিযোগ দায়ের করেন। তারপরেই বিষয়টি প্রকাশ্যে আসে।
advertisement
বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপে পাওয়া অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, যুবক আত্মঘাতী হওয়ার আগে সমাজমাধ্যমে ৭ মিনিটের একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা গিয়েছে তিনি আবেদন করেছেন, ‘পুরুষদের নিয়ে ভাবুন, পুরুষদের কথা বলুন’।
যুবককে ভিডিওতে বলতে বলতে দেখা গিয়েছে, তিনি তাঁর এই পদক্ষেপের জন্য নিজের স্ত্রীকে দায়ী করেছেন। সেই সঙ্গে নিজের বাবা-মায়ের কাছে এই পদক্ষেপের জন্য ক্ষমাও চেয়েছেন।
আরও পড়ুন: ১০ টাকার কয়েন RBI কী দিয়ে বানায় জানেন? চাইলেই কেউ নকল করতে পারবেন না ভারতের মুদ্রা
মৃত যুবকের স্ত্রী অন্য একটি ভিডিও করে দাবি করেছেন, তিনি তিনবার মানবকে আত্মহত্যা থেকে বাঁচিয়েছেন। তিনি আরও বলেন, “আমি তাকে প্রান্ত থেকে টেনে এনে এখানে নিয়ে এসেছি। কিন্তু শেষ পর্যন্ত, সে-ই আমাকে আমার বাবা-মায়ের বাড়িতে রেখে চলে গেল”।
DISCLAIMER: If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)