TRENDING:

Amrit Bharat Express: লক্ষ লক্ষ যাত্রীর জন্য বিরাট সুখবর! অমৃত ভারত এক্সপ্রেসে আলিপুরদুয়ার থেকে পৌঁছে যাবেন সোজা মুম্বই

Last Updated:

Amrit Bharat Express: আলিপুরদুয়ার-মুম্বাই (পানভেল) অমৃত ভারত এক্সপ্রেস: উত্তর-পূর্ব ভারত থেকে সোজা মুম্বাই মহানগরীর প্রবেশদ্বার।  আলিপুরদুয়ার থেকে বাণিজ্যনগরী ট্রেন উদ্বোধন আজ প্রধানমন্ত্রীর। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আলিপুরদুয়ার-মুম্বাই (পানভেল) অমৃত ভারত এক্সপ্রেস পূর্ব ভারত এবং পশ্চিম উপকূলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রেল সংযোগ স্থাপন করবে, যা উত্তরবঙ্গের কৌশলগত সীমান্ত অঞ্চলকে মুম্বাই মহানগর অঞ্চলের সঙ্গে সংযুক্ত করবে। ভারত-ভুটান আন্তর্জাতিক সীমান্তের কাছে অবস্থিত আলিপুরদুয়ার থেকে যাত্রা শুরু করে, এই পরিষেবাটি একটি সংবেদনশীল সীমান্ত এলাকা থেকে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়ে কৌশলগত গুরুত্ব বহন করে এবং একাধিক রাজ্যের মধ্যে পূর্ব-পশ্চিম জাতীয় সংযোগকে শক্তিশালী করে।
News18
News18
advertisement

ট্রেনটি সাপ্তাহিক পরিষেবা হিসেবে চলাচল করবে। আলিপুরদুয়ার-মুম্বাই (পানভেল) অমৃত ভারত এক্সপ্রেস বৃহস্পতিবার ভোর ৪:৪৫ মিনিটে আলিপুরদুয়ার থেকে ছেড়ে শনিবার বিকেল ৫:৩০ মিনিটে পানভেলে পৌঁছাবে। পানভেল-আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস সোমবার সকাল ১১:৫০ মিনিটে পানভেল থেকে ছেড়ে বুধবার দুপুর ১:৫০ মিনিটে আলিপুরদুয়ারে পৌঁছাবে।

আরও পড়ুন-জানুয়ারিতে ‘জ্যাকপট’…! মকর রাশিতে সূর্য-বুধের সংযোগ, বুধাদিত্য রাজযোগে ‘রাজা’ হবে ৩ রাশি, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

advertisement

এই রুটের মাধ্যমে পাঁচটি রাজ্যের বেশ কয়েকটি জেলা উপকৃত হবে, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর; বিহারের কিষাণগঞ্জ, কাটিহার, ভাগলপুর, খাগড়িয়া, সমস্তিপুর, মুজাফফরপুর, বৈশালী, সারণ, পাটনা, ভোজপুর এবং বক্সার, উত্তর প্রদেশের চান্দৌলি, মির্জাপুর, প্রয়াগরাজ এবং চিত্রকূট; মধ্যপ্রদেশের সাতনা, কাটনি, জবলপুর এবং হোশঙ্গাবাদ; এবং মহারাষ্ট্রের জলগাঁও, নাসিক, থানে এবং রায়গড়।

advertisement

আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে…! মকর রাশিতে সূর্যের গোচর মেষ ও মীন রাশিকে ‘ধনী’ করবে, কারা ভাগ্যবান? আপনার কপালে কী?

এই রুটটি বেশ কয়েকটি সুপরিচিত পর্যটন কেন্দ্রকেও সংযুক্ত করে। এর মধ্যে রয়েছে চা বাগান এবং হিমালয়ের দৃশ্যের জন্য বিখ্যাত দার্জিলিং, একটি গুরুত্বপূর্ণ প্রাচীন বৌদ্ধ শিক্ষা কেন্দ্র বিক্রমশীলা মহাবিহার, বিহার সার্কিটে অবস্থিত মহাবোধি মন্দির, ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান ত্রিবেণী সঙ্গম, রামায়ণের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত চিত্রকূট ধাম এবং ভগবান শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম ত্র্যম্বকেশ্বর মন্দির।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্মার্টফোনের নেশা কাটাতে মাস্টারস্ট্রোক, মনের মতো বই কিনতে মেলায় দেদার ভিড়
আরও দেখুন

ধর্মীয়, সাংস্কৃতিক এবং ঐতিহ্যবাহী স্থানগুলিতে যাতায়াতের সুবিধা উন্নত করার মাধ্যমে, ট্রেনটি পর্যটনকে উৎসাহিত করবে, স্থানীয় হস্তশিল্প এবং আতিথেয়তা পরিষেবাগুলিকে প্রচার করবে এবং রুটের ধারে ছোট ব্যবসাগুলিকে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। সামগ্রিকভাবে, আলিপুরদুয়ার-মুম্বাই (পানভেল) অমৃত ভারত এক্সপ্রেস আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধির অনুঘটক হিসেবে কাজ করবে এবং সীমান্ত অঞ্চল ও প্রধান শহুরে কেন্দ্রগুলোর মধ্যে সংযোগকে শক্তিশালী করবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Amrit Bharat Express: লক্ষ লক্ষ যাত্রীর জন্য বিরাট সুখবর! অমৃত ভারত এক্সপ্রেসে আলিপুরদুয়ার থেকে পৌঁছে যাবেন সোজা মুম্বই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল