TRENDING:

এবার গঙ্গাজল পাওয়া যাবে অনলাইনে

Last Updated:

এত দিন পর্যন্ত মোবাইল ফোন, শাড়ি, গয়না, জামা কাপড় অনলাইনে পাওয়া যেত ৷ এবার গঙ্গাজলও কিনতে পাওয়া যাবে অন লাইনে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এত দিন পর্যন্ত মোবাইল ফোন, শাড়ি, গয়না, জামা কাপড় অনলাইনে পাওয়া যেত ৷ এবার গঙ্গাজলও কিনতে পাওয়া যাবে অন লাইনে ৷ ঘরে বসেই অর্ডার দেওয়া যাবে গঙ্গাজলের ৷
advertisement

কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সোমবার জানিয়েছেন, ‘আমার কাছে গঙ্গাজল সংক্রান্ত বহু অনুরোধ এসেছে প্রচুর মানুষের কাছ থেকে ৷ তাই ই কমার্সের মাধ্যমে পবিত্র গঙ্গাজল যাতে মানুষের কাছে পৌঁছনো যায়, সেই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷’

তিনি ডাকবিভাগকে  ই কমার্সের মাধ্যমে হরিদ্বার, হৃষিকেশ থেকে মানুষের কাছে গঙ্গা জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে বলেছেন ৷

advertisement

রবিশঙ্কর প্রসাদ জানান, ‘যদি একজন পোস্টম্যান মোবাইল ফোন, শাড়ি, গয়না, বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারেন, তাহলে গঙ্গাজল নয় কেন ?’

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এই পদক্ষেপে লাভবান হতে চলেছে ই কমার্সের ইন্ডাস্ট্রি বলে মনে করা হচ্ছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
এবার গঙ্গাজল পাওয়া যাবে অনলাইনে