TRENDING:

Yogi Adityanath on Mahakumbh: '৫৬ কোটি মানুষের বিশ্বাসকে অপমান', মহাকুম্ভ নিয়ে বিরোধীদের জবাব দিলেন যোগী

Last Updated:

মহাকুম্ভের আয়োজন নিয়ে উত্তর প্রদেশ সরকারকে একাধিক বার তীব্র আক্রমণ করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখনউ: মহাকুম্ভকে ঘিরে একের পর এক বিতর্ক নিয়ে এবার বিরোধীদের জবাব দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তাঁর দাবি, মহাকুম্ভ নিয়ে একের পর এক কটূ মন্তব্য করে যে কোটি কোটি পুণ্যার্থী পুণ্যস্নান করছেন, তাঁদেরকেই অপমান করছেন বিরোধীরা৷
বিরোধীদের জবাব দিলেন যোগী আদিত্যনাথ৷
বিরোধীদের জবাব দিলেন যোগী আদিত্যনাথ৷
advertisement

বুধবার উত্তর প্রদেশ বিধানসভায় যোগী আদিত্যনাথ বলেন, ‘এখনও পর্যন্ত প্রয়াগরাজে ৫৬ কোটি ২৫ লক্ষ মানুষ পুণ্যস্নান করেছেন৷ মহাকুম্ভ, মা গঙ্গা, সনাতন হিন্দু ধর্ম অথবা ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করলে আমরা এই ৫৬ কোটি মানুষের বিশ্বাস নিয়েই প্রশ্ন তুলে ফেলব৷ কোনও দল বা সংগঠন এই মহাকুম্ভ মেলার আয়োজন করে না৷ এটা সামাজিক একটি অনুষ্ঠান, সরকার শুধুমাত্র নিজের দায়িত্ব পালন করছে৷ এই শতাব্দীর মহাকুম্ভের সঙ্গে যুক্ত হতে পেরে রাজ্য সরকার গর্বিত৷’

advertisement

আরও পড়ুন: চেক বাউন্স, বাড়িতে পাওনাদারদের হানা! দেনার দায়ে ডুবে গিয়েই চরম সিদ্ধান্ত নেন প্রণয়-প্রসূন? সূত্র মেলাচ্ছে পুলিশ

যোগী আরও বলেন, ‘সব মিথ্যে প্রচারকে ব্যর্থ করে গোটা দেশ এবং বিশ্ব মহাকুম্ভে অংশ নিয়ে বেনজির সাফল্য এনে দিয়েছেন৷ মহাকুম্ভের আর সাত দিন মাত্র বাকি৷ ইতিমধ্যেই ৫৬ কোটি মানুষ পুণ্যস্নান সেরেছেন৷ গত ২৯ জানুয়ারি পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতদের প্রতি আমাদের সমবেদনা জানাই৷ কুম্ভে আসা যাওয়ার পথে যাঁদের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, তাঁদের প্রতিও আমাদের সমবেদনা রয়েছে৷ সরকার তাঁদের পাশে রয়েছে, তাঁদের পরিবারকে সবরকম সাহায্য করা হবে৷ কিন্তু এই বিষয়ে নিয়ে কি রাজনীতি করা উচিত? ‘

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

মহাকুম্ভের আয়োজন নিয়ে উত্তর প্রদেশ সরকারকে একাধিক বার তীব্র আক্রমণ করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব৷ গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মহাকুম্ভের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷ এ দিন মমতাকে সমর্থন জানিয়েছেন অখিলেশ৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধিও অভিযোগ করেছিলেন, ভিআইপি-দের পুণ্যস্নান নির্বিঘ্নে আয়োজন করতে গিয়েই সাধারণ পুণ্যার্থীদের দিকে নজর দেয়নি উত্তর প্রদেশ সরকার৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Yogi Adityanath on Mahakumbh: '৫৬ কোটি মানুষের বিশ্বাসকে অপমান', মহাকুম্ভ নিয়ে বিরোধীদের জবাব দিলেন যোগী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল