TRENDING:

Bizarre: দাঁত দিয়ে অনায়াসে টেনে নিয়ে যাচ্ছেন ৭ টন ওজনের ৬ চাকার ট্রাক! বিশ্বরেকর্ডের স্বপ্নে বিভোর বিহারের যোগ প্রচারক! রহস্য কী!

Last Updated:

Bizarre: আসলে এক দিন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তোলার স্বপ্ন দেখেন তিনি। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। আর সেই দিনেই বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্য রয়েছে তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিওয়ান : দাঁতের জোরে অনায়াসে টেনে নিয়ে যান ৭ টন ওজনের ট্রাক। এমন কাণ্ড ঘটিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন বিহারের সিওয়ান জেলার মহারাজগঞ্জের যোগ প্রচারক অঙ্গদজি মহারাজ। বর্তমানে সংবাদ শিরোনামেও উঠে এসেছেন তিনি। তাঁর অমন মজবুত দাঁতের রহস্য জানতে উন্মুখ জনসাধারণ!
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, অঙ্গদজি মহারাজ ৬ চাকা বিশিষ্ট একটি ৭ টন ওজনের ট্রাক অনায়াসে প্রায় ১০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন। এই দৃশ্য দেখে সকলেই চমকে গিয়েছিলেন। কেউ কেউ তো নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছিলেন না যে, ২৪ বছর বয়সি ছিপছিপে চেহারার এক জন যুবক কীভাবে নিজের দাঁতের জোরে ট্রাকটিকে টেনে নিয়ে আসছেন! গত ৫ বছর ধরে এভাবেই ট্রাক-সহ ভারী যানবাহন চালানোর অনুশীলন করে আসছেন।

advertisement

আরও পড়ুন :  ক্ষীর, মাখন, বাদাম, কিশমিশের মিশেলে তৈরি তরমুজ সন্দেশে নববর্ষে মন মজেছে বাঙালির

আসলে এক দিন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তোলার স্বপ্ন দেখেন তিনি। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। আর সেই দিনেই বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্য রয়েছে তাঁর। এই কারণে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। অঙ্গদজি মহারাজ জানালেন যে, ওই দিন সাত টনের একটি ট্রাক প্রায় ১ কিলোমিটার রাস্তা শুধু দাঁত দিয়েই টেনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। এমনকী যোগগুরু রামদেবও তাঁকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন।

advertisement

কিন্তু অঙ্গদজি মহারাজের এমন মজবুত দাঁতের রহস্য কী? তিনি জানিয়েছেন যে, আয়ুর্বেদিক টুথপেস্টেই লুকিয়ে রয়েছে তাঁর মজবুত দাঁতের রহস্য। ওই মাজন ব্যবহার করেই তিনি প্রতিদিন দাঁত মাজেন। এর ফলে তাঁর দাঁত মজবুত হয়েছে। এছাড়াও তিনি সম্পূর্ণ রূপে নিরামিষাশী। এমনকী নিজের ডায়েট চার্টও শেয়ার করে অঙ্গদজি মহারাজ বলেন যে, সকালে অঙ্কুরিত দানা খান। এর পরে বিকেল এবং সন্ধ্যায় পিঁয়াজ ও রসুন ছাড়া রান্না করা শুদ্ধ নিরামিষ খাবার খান তিনি। ওই যোগপ্রচারকের খাবারের তালিকায় থাকে ভাত, ডাল, সবুজ শাকসবজি, রুটি, মরশুমি স্যালাড ইত্যাদি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সেই ২০১০ সাল থেকে যোগব্যায়াম অভ্যাস করে আসছেন অঙ্গদজি মহারাজ। প্রতিদিন তিন ঘণ্টা ধরে যোগব্যায়াম-সহ নানা ধরনের এক্সারসাইজও করেন তিনি।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bizarre: দাঁত দিয়ে অনায়াসে টেনে নিয়ে যাচ্ছেন ৭ টন ওজনের ৬ চাকার ট্রাক! বিশ্বরেকর্ডের স্বপ্নে বিভোর বিহারের যোগ প্রচারক! রহস্য কী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল