সংবাদমাধ্যম সূত্রে খবর, অঙ্গদজি মহারাজ ৬ চাকা বিশিষ্ট একটি ৭ টন ওজনের ট্রাক অনায়াসে প্রায় ১০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন। এই দৃশ্য দেখে সকলেই চমকে গিয়েছিলেন। কেউ কেউ তো নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছিলেন না যে, ২৪ বছর বয়সি ছিপছিপে চেহারার এক জন যুবক কীভাবে নিজের দাঁতের জোরে ট্রাকটিকে টেনে নিয়ে আসছেন! গত ৫ বছর ধরে এভাবেই ট্রাক-সহ ভারী যানবাহন চালানোর অনুশীলন করে আসছেন।
advertisement
আরও পড়ুন : ক্ষীর, মাখন, বাদাম, কিশমিশের মিশেলে তৈরি তরমুজ সন্দেশে নববর্ষে মন মজেছে বাঙালির
আসলে এক দিন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তোলার স্বপ্ন দেখেন তিনি। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। আর সেই দিনেই বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্য রয়েছে তাঁর। এই কারণে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। অঙ্গদজি মহারাজ জানালেন যে, ওই দিন সাত টনের একটি ট্রাক প্রায় ১ কিলোমিটার রাস্তা শুধু দাঁত দিয়েই টেনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। এমনকী যোগগুরু রামদেবও তাঁকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন।
কিন্তু অঙ্গদজি মহারাজের এমন মজবুত দাঁতের রহস্য কী? তিনি জানিয়েছেন যে, আয়ুর্বেদিক টুথপেস্টেই লুকিয়ে রয়েছে তাঁর মজবুত দাঁতের রহস্য। ওই মাজন ব্যবহার করেই তিনি প্রতিদিন দাঁত মাজেন। এর ফলে তাঁর দাঁত মজবুত হয়েছে। এছাড়াও তিনি সম্পূর্ণ রূপে নিরামিষাশী। এমনকী নিজের ডায়েট চার্টও শেয়ার করে অঙ্গদজি মহারাজ বলেন যে, সকালে অঙ্কুরিত দানা খান। এর পরে বিকেল এবং সন্ধ্যায় পিঁয়াজ ও রসুন ছাড়া রান্না করা শুদ্ধ নিরামিষ খাবার খান তিনি। ওই যোগপ্রচারকের খাবারের তালিকায় থাকে ভাত, ডাল, সবুজ শাকসবজি, রুটি, মরশুমি স্যালাড ইত্যাদি।
সেই ২০১০ সাল থেকে যোগব্যায়াম অভ্যাস করে আসছেন অঙ্গদজি মহারাজ। প্রতিদিন তিন ঘণ্টা ধরে যোগব্যায়াম-সহ নানা ধরনের এক্সারসাইজও করেন তিনি।