অভিযুক্ত সমাজবাদী পার্টির নেতা ৷ জানা গেছে অভিযুক্ত যুবক কয়েকজন সঙ্গী নিয়ে এক মহিলাকে গণধর্ষণ করে, খবর প্রকাশ্যে না হুমকি দিয়ে ব্ল্যাকমেলও করে ৷ অত্যাচারিতার স্বামী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে বলেন ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি সমাজবাদী পার্টির নেতা ৷ অভিযুক্ত যুবক হুমকি দিয়ে বলে এলাকায় তার যা প্রতিপত্তি তাতে তার বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ কেউ করবে না ৷
advertisement
অত্যাচারিতার স্বামী আরও জানায় ২ মাস আগেই ধর্ষণের অভিযোগ করা হয় ৷ কিন্তু এখনও অভিযুক্ত গ্রেফতার হয়নি ৷
অন্যদিকে উন্নাও পুলিশ জানিয়েছে অভিযোগ পাওয়ার পরেই অবিলম্বে অপরাধীর বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়েছে ৷
এএসপি অনুপ সিং জানিয়েছেন অভিযোগ পাওয়ার পরেই এফআইআর দায়ের করা হয়েছে ৷ তদন্ত চলছে এবং দ্রুততার সঙ্গে তার নিষ্পত্তি করা হবে ৷
কয়েকদিনের মধ্যেই উন্নাও এ গণধর্ষণের দ্বিতীয় ঘটনা হাড় হিম করে দেয় সবার ৷ পুরনো ক্ষত জায়গায় আবার আঘাত লাগল দ্বিতীয় গণধর্ষণের ঘটনা সামনে আসতেই ৷ বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগার ও তার সঙ্গীরা গত বছরের জুন মাসে মহিলাকে গণধর্ষণ করে ৷ এখন সিবিআই হেফাজতে ৷
নির্যাতিতার পরিবার দাবি করে অভিযুক্ত বিধায়কের ভাই গণধর্ষণে যুক্ত ছিল ৷ একই অভিযোগে এফআইআর প্রত্যাহার ন করায় ৩ সন্তানর মা মারা যায় ৷
অভিযুক্ত পাঁচ সঙ্গীর এখন হাজতবাস চলছে ৷ অভিযুক্ত বিধায়ক সিবিআই হেফাজতে ৷