আরও পড়ুন: 'ঘটিবাটি সবই যাবে...' বিস্ফোরক দিলীপ ঘোষ! নিশানা করলেন কাকে? তীব্র আলোড়ন
যশবন্তের দাবি, মহারাষ্ট্রে রাজনৈতিক সঙ্কট তৈরি করার পেছনে রয়েছে মহারাষ্ট্রের সরকার দখল করা এবং রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের ভোট কম করা। বিজেপি'র "অপারেশন কমল" ফর্মুলা রয়েছে। এই ফর্মুলায় যেখানে অন্য রাজনৈতিক দল সরকার গড়েছে সেই সরকার ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। এই ফর্মুলায় অর্থের অপব্যবহার করা হয়। সরকারি এজেন্সির অপব্যবহার করা হয়। বিরোধীদের ধমকানো হয়। বিধায়ক বেচাকেনা করা হয়। এই ভাবেই বিরোধীদের সরকার ফেলে দিয়ে নিজেদের সরকার গড়ার চেষ্টা চালিয়ে যায় তারা। বিরোধী দলের রাষ্ট্রপতি পদপ্রার্থীর গলাতে এ দিন শোনা গিয়েছে খেলা হবে স্লোগানও।
advertisement
আরও পড়ুন: মণিপুর থেকে বাংলাদেশে হচ্ছিল পাচার, কিন্তু এ কী মিলল! বালুরঘাটে মারাত্মক কাণ্ড
মহারাষ্ট্র নিয়ে প্রশ্নে যশবন্ত সিনহা বলেন, "মহারাষ্ট্রে যা হচ্ছে, তা এই সবেরই পুনর্নির্মাণ। বিজেপি বলছে তারা কিছু জানে না, তা হলে শিবসেনার বিধায়করা অসম কেন গেল? গুজরাট কেন গেল? পশ্চিমবঙ্গ কেন গেল না? বিরোধী-শাসিত কোন রাজ্যে কেন গেল না ?" রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েই কাকে ফোন করেছিলেন। তিনি বলেন, "নরেন্দ্র মোদি, রাজনাথ সিং, লালকৃষ্ণ আদবানিকে সমর্থন চেয়ে ফোন করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এমনকি প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানিকেও আশীর্বাদ নেওয়ার জন্য ফোন করেছি। আদবানিজির আশীর্বাদ আমার সঙ্গে আছে।" মোদি সরকারের কাশ্মীর নীতির সমলোচনা করে তিনি বলেন, এ বারই প্রথম যখন জম্মু ও কাশ্মীরের বিধায়কদের ভোট থাকবে না রাষ্ট্রপতি নির্বাচনে। সাংসদরা ভোট দিতে পারবেন কিন্তু বিধানসভা না থাকায় বিধায়করা ভোট দিতে পারবেন না এটা অত্যন্ত দুঃখের বিষয়। তাঁর অভিযোগ, এই সরকার দ্বন্দ্ব জিইয়ে রাখায় বিশ্বাস করে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে সর্বসম্মত প্রার্থী দেওয়ার পথে হাঁটেনি। তার কারণ এই সরকার সর্বসম্মতিতে বিশ্বাস করে না। তারা বিরোধী দলের সঙ্গে কনফ্রন্টেশন জিইয়ে রাখায় বিশ্বাস করে।
যশবন্তের কথায়, "আমরা লড়াইয়ের ময়দানে আছি। এর মোকাবিলা করব।" রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিনি বললেন, " প্রথমতঃ পরিস্থিতি ক্রমশ বদলাচ্ছে। আজ যে পরিস্থিতি আছে আগামীকাল সেই পরিস্থিতি থাকবে তার কোনও নিশ্চয়তা নেই। দ্বিতীয়তঃ এই লড়াই নীতি-আদর্শ বিচারধারা লড়াই তাই আমরা এই লড়াই চালিয়ে যাব। লড়াইয়ে যে কোনও ফল হতে পারে।"
RAJIB CHAKRABORTY