TRENDING:

Wrestler Protest Updates: ‘এই দিনটা দেখার জন্যই কি আমরা দেশের হয়ে এত পদক জিতলাম?’ কান্নায় ভেঙে পড়লে কুস্তিগির ভিনেশ ফোগত

Last Updated:

বিক্ষোভকারী কুস্তিগিরদের অভিযোগ, গত বুধবার সন্ধে থেকেই তাঁদের সঙ্গে অভব্য আচরণ করতে শুরু করেছিলেন দিল্লি পুলিশের একটি দল। তাঁরাই হঠাৎ বুধবার রাতে তাঁদের উপরে চড়াও হয়৷ বেধড়ক মারধর করে তাঁদের৷ মহিলা কুস্তিগিরদের সঙ্গেও অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি তথা বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন নির্যাতন ও হেনস্থার অভিযোগ এনে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ার মতো কুস্তিগিররা৷ যন্তরমন্তরে দিনের পর দিন চলছে অবস্থান বিক্ষোভ৷ দাবি, একটাই, ব্রিজভূষণের গ্রেফতারি৷ বুধবার মধ্যরাতে সেই যন্তর মন্তরই যেন হয়ে উঠল রণক্ষেত্র৷ পুলিশের সঙ্গে কুস্তিগিরদের তীব্র ধস্তাধস্তি৷ হাতাহাতি৷ ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷
advertisement

বিক্ষোভকারী কুস্তিগিরদের অভিযোগ, গত বুধবার সন্ধে থেকেই তাঁদের সঙ্গে অভব্য আচরণ করতে শুরু করেছিলেন দিল্লি পুলিশের একটি দল। তাঁরাই হঠাৎ বুধবার রাতে তাঁদের উপরে চড়াও হয়৷ বেধড়ক মারধর করে তাঁদের৷ মহিলা কুস্তিগিরদের সঙ্গেও অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ৷ চলে লাগাতার গালিগালাজ। ঘটনায় ২ জন আন্দোলনরত কুস্তিগির আহত হয়েছেন বলে সূত্রের খবর৷ তার মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন৷

advertisement

আরও পড়ুন: রবীন্দ্র জয়ন্তীর আবহে ‘রাজনৈতিক সভা’ ঘিরে ধন্দ! তাই কি কাটছাঁট অমিত শাহের সফরে?

ঘটনার বিবরণ দিতে গিয়ে কান্নায় রীতিমতো ভেঙে পড়েন ভিনেশ ফোগত৷ তাঁর একটাই কথা, “আমরা তো কোনও দাগি আসামি নই! পুলিশ কেন আমাদের সঙ্গে এরকম আচরণ করবে? এই দিনটা দেখার জন্যেই কি আমরা দেশের হয়ে এত পদক জিতলাম?”

advertisement

ভিনেশের দাবি, বুধবার সারা দিন বৃষ্টি হয়েছিল৷ তাই মাটি ভিজে গিয়েছিল, সেই কারণেই তাঁরা বিক্ষোভস্থলে খাট পাতার চেষ্টা করছিলেন। তখনই পুলিশ তাঁদের উপর চড়াও হয়। অভিযোগ, এই গোটা ঘটনা ঘটার সময়ে সেখানে একজন মহিলা পুলিশকর্মীও ছিলেন না।

advertisement

পুলিশ অবশ্য বলছে অন্য কথা৷ তাদের দাবি, গত বুধবার রাতে আপ নেতা সোমনাথ ভারতীর নেতৃত্বে কয়েক জন অনুমতি ছাড়াই বিক্ষোভস্থলে এসে উপস্থিত হন। তাঁরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। সোমনাথ এবং তাঁর লোকেদের সমর্থন করেন বিক্ষোভরত কুস্তিগিরেরা। সেই কারণেই পরিস্থিতি সামলাতে তৎপর হতে হয় পুলিশকে৷

আরও পড়ুন: দণ্ডি-কাণ্ডের মহিলাদের সঙ্গে অভিষেকের কথা! ‘ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা’ বলছে বিজেপি

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

গত বুধবার রাতের ঘটনার পরপরই অবশ্য গোটা যন্তরমন্তর এলাকা সিল করে দিয়েছে পুলিশ৷ বিক্ষোভস্থলে বিক্ষোভকারীরা ছাড়া অন্য কোনও ব্যক্তিকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সংবাদ সংস্থা এএনআইকে ডিসিপি প্রণব জানিয়েছেন, কুস্তিগিরদের লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করা হবে। যে পুলিশকর্মীদের বিরুদ্ধে মত্তথাকার অভিযোগ উঠেছে তাঁদের স্বাস্থ্যপরীক্ষা করানো হবে বলে সূত্রের খবর।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Wrestler Protest Updates: ‘এই দিনটা দেখার জন্যই কি আমরা দেশের হয়ে এত পদক জিতলাম?’ কান্নায় ভেঙে পড়লে কুস্তিগির ভিনেশ ফোগত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল