বর্তমানে দীর্ঘতম নৃত্যের বিশ্বরেকর্ড রয়েছে নেপালের নামে। স্বাধীনতার ৭৫ বছরে সৃষ্টি এই রেকর্ড ভাঙতে চান। জুড়তে চান নিজের নাম। মুখ উজ্জ্বল করতে চান ভারতের। এর জন্য তিনি পাঁচ দিন, পাঁচ রাত এবং ছয় ঘণ্টা অর্থাৎ টানা ১২৬ ঘণ্টা নৃত্য পরিবেশন করবেন। শুরু হয়ে গিয়েছে সেই কাজ। ২৯ মে লাতুরের দয়ানন্দ অডিটোরিয়ামে নৃত্য পরিবেশন শুরু করেছেন সৃষ্টি। এই নাচ চলবে ৩ জুন পর্যন্ত। সৃষ্টি সফল হলে লেখা হবে নয়া রেকর্ড।
advertisement
১৪ মাস অনুশীলন: দেশকে বিশ্ব রেকর্ড উপহার দিতে কঠোর পরিশ্রম করেছেন সৃষ্টি। গত ১৪ মাস ধরে একটানা অনুশীলন করেছেন তিনি। যে কোনও ভাবে নেপালের দখলে থাকা বিশ্ব রেকর্ড ভারতের নামে করতে চান তিনি। সৃষ্টি বলছেন, ‘চেষ্টায় কোনও খামতি রাখব না আমি’। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডকেও জানানো হয়েছে। তারা পরীক্ষা করে দেখবে। সৃষ্টিকে ৬ দিনের জন্যে বিনামূল্যে হল দিয়েছে দয়ানন্দ সংস্থা।
সৃষ্টির অন্য রেকর্ড: সৃষ্টি জগতাপ এর আগে একটানা ২৪ ঘন্টা লাবনি পরিবেশনের রেকর্ড করেছেন। এটি এশিয়া বুক অফ রেকর্ডসে নথিভুক্ত রয়েছে। সৃষ্টি আন্তর্জাতিক সাংস্কৃতিক অলিম্পিয়াডে ভারতকে নেতৃত্বও দিয়েছিলেন। বহু রাজ্য ও দেশ পর্যায়ের প্রতিযোগিতাও জিতেছেন। বিভিন্ন চ্যানেলে নাচের প্রতিযোগিতায় গ্র্যান্ড চ্যাম্পিয়ানের খেতাবও রয়েছে তাঁর মুকুটে।
আরও পড়ুন: কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না, শিডিউল দেখে প্রয়োজনীয় কাজ সেরে নিন! জানুন বিস্তারিত
আড়াই বছর বয়স থেকে নাচ শিখছেন: মাত্র আড়াই বছর বয়স থেকে নাচ শিখছেন সৃষ্টি। কত্থকে পারদর্শী। পরিবারও পূর্ণ সমর্থন করে সৃষ্টিকে। নাচের পাশাপাশি সৃষ্টি পড়াশোনাতেও মেধাবী। বর্তমানে লাতুরের দয়ানন্দ কলেজে একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পড়ছেন সৃষ্টি। দশম শ্রেণীতে সিবিএসসি বোর্ড পরীক্ষায় ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছিলেন। ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষা দিয়ে চাটার্ড সার্ভিসে যোগ দিতে চান সৃষ্টি।