Electricity: কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না, শিডিউল দেখে প্রয়োজনীয় কাজ সেরে নিন! জানুন বিস্তারিত
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Electricity: প্রায় ৩ লাখ বিদ্যুৎ গ্রাহকের জন্যে দুঃসংবাদ। সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টে পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জানুন
বিহার: ভোজপুর জেলার প্রায় ৩ লাখ বিদ্যুৎ গ্রাহকের জন্যে দুঃসংবাদ। আড়া এলাকায় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টে পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই খবর জানিয়েছেন বিদ্যুৎ দফতরের ইঞ্জিনিয়ার অলোক কুমার। এজন্যে এলাকাবাসীকে সকাল ১০টার আগে গুরুত্বপূর্ন কাজ শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে।
একৌনা পাওয়ার গ্রিডে মেরামতির কাজ চলবে। সে জন্যেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। উদ্ভান্তনগর এলাকার একৌনা পাওয়ার গ্রিড থেকে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এখানে কাজ চলার কারণে, আরাহ এবং জগদীশপুর গ্রিডের সাথে সংযুক্ত ২৪টি পাওয়ার সাব স্টেশনে (পিএসএস) বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
advertisement
ভোজপুরের এসব এলাকা ছাড়াও কাতিরা ও জৈন কলেজ এলাকায় সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। অলোক কুমার জানান যে ১১ কেভি ৬ নম্বর ফিডারটি আন্ডারগ্রাউন্ড কেবলের মাধ্যমে চার্জ করা হবে। সে জন্যে নগরীর দুই এলাকার বিদ্যুৎ কয়েক ঘণ্টা বন্ধ থাকবে। সময়মতো প্রয়োজনীয় কাজ শেষ করার জন্য বিদ্যুৎ বিভাগের কাছে আবেদন জানানো হয়েছে, যাতে কোনও ঝামেলা না হয়।
advertisement
অলোক কুমার জানিয়েছেন যে মহারানা প্রতাপ নগরের ১৬ নম্বর ওয়ার্ডে, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ৩টে পর্যন্ত পাঁচ ঘন্টা এবং সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত কাতিরা মোড় থেকে জৈন কলেজ গেট পর্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পাওয়ার গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় আরা শহরের গোধনা পিএসএস, পূর্ব গুমতি পিএসএস, ধরহারা পিএসএস, জাপানি পিএসএস, ধোবিঘাটা পিএসএস, করিসাথ পিএসএস, ধামার পিএসএস, ভাকুরা পিএসএস, সরাইয়ান পিএসএস, বারহারা পিএসএস, কোয়েলওয়ার পিএসএস, গিধা পিএসএস, বাহিয়ারা পিএসএস। পিএসএস, সন্দেশ পিএসএস এবং আখগাঁও পিএসএসে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
advertisement
জগদীশপুর গ্রিডের সাথে সংযুক্ত চরপোখরি পিএসএস, গাধানি পিএসএস, আগিয়ন পিএসএস, আজিমাবাদ পিএসএস, সাহার পিএসএস, জগদীশপুর পিএসএস, হেতমপুর পিএসএস, বিহিয়া পিএসএস এবং দুলহিনগঞ্জ পিএসএস ছয় ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2023 6:56 PM IST