TRENDING:

World Coconut Day 2021: হার্ট ভাল রাখে, কমায় রক্তচাপ; শরীর ভাল রাখতে নারকেলের জুড়ি মেলা ভার

Last Updated:

আজ বিশ্ব নারকেল দিবস (World Coconut Day 2021)> স্বাস্থ্যরক্ষায় এবং পুষ্টিগুণের দিক থেকে এই ফলের পাঁচটি অসাধারণ উপকারের কথা জেনে নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নারকেল গাছ এবং সেই গাছের ফলের কোনও অংশই ফেলা যায় না। নারকেলের শাঁস থেকে এর জল, সবটাই সুস্বাদু এবং পুষ্টিকর। আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে ক্রান্তীয় অঞ্চলে এই গাছের বাড়বাড়ন্ত শুরু হয়। ভারত-সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে নারকেলের দুধ দিয়ে রান্নার প্রচলন আছে। আজ বিশ্ব নারকেল দিবসে (World Coconut Day 2021) দেখে নেওয়া যাক স্বাস্থ্যরক্ষায় এবং পুষ্টিগুণের দিক থেকে এই ফলের পাঁচটি অসাধারণ উপকারের কথা।
advertisement

অত্যন্ত পুষ্টিকর

অন্যান্য ফলের মতো নারকেলে কার্বোহাইড্রেটের চেয়ে বেশি ফ্যাট থাকে। এছাড়াও এই ফলে আছে প্রোটিন। যদিও এই ফলে উপস্থিত ভিটামিনের পরিমাণ সামান্য। কিন্তু নারকেলে আছে খুব জরুরি কিছু খনিজ। এই ফলে আছে ম্যাঙ্গানিজ যা হাড় সুরক্ষিত রাখে। আছে আয়রন এবং কপারও।

হার্ট ভালো রাখে

একটি গবেষণায় দেখা গিয়েছে যে পলিনেশিয়ার একটি দ্বীপের বাসিন্দাদের হার্ট অ্যাটাক কম হয়। কারণ তাঁরা বেশি করে নারকেল খান। নারকেলের তেল কোলেস্টরল নিয়ন্ত্রণে রাখে। শুকনো নারকেল খেলে পেটের মেদও কম হয়।

advertisement

ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে

আগেই বলা হয়েছে যে নারকেলে ফ্যাট থাকে বেশি। তাই এই ফলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে পারে। ইঁদুরদের উপর নারকেলের এই গুণের সফল পরীক্ষা করা হয়েছে। দেখা গিয়েছে যে নারকেলে উপস্থিত আরজিনাইন বলে একটি উপাদান অগ্ন্যাশয়ের কোষের কাজে সাহায্য করছে। আরজিনাইন এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। এছাড়াও এই ফলে প্রচুর ফাইবার থাকে বলে খাবার হজমে সুবিধা হয়। ফলে রক্তে শর্করার পরিমাণ অনেকটাই নিয়ন্ত্রিত থাকে।

advertisement

প্রয়োজনীয় অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে

নারকেলে আছে ফেনোলিক কম্পাউন্ড। যেমন গ্যালিক, ক্যাফেইক, স্যালিসাইক্লিক এবং পি-কুমারিক অ্যাসিড। এগুলো সবই অ্যান্টি-অক্সিড্যান্ট। এদের কাজ হল কোষের ক্ষয় রোধ করা।

ডায়েটে রাখা সহজ

নারকেল এমন একটি ফল যা সারা বছর পাওয়া যায়। তাই এটি ডায়েটে রাখা খুব সহজ। মাছ বা মাংসে এই ফলের দুধ বা এই ফল দিয়ে রান্না করা যায়। আবার এমনিতেও এই ফল খাওয়া যায়। তবে বাজারচলতি কিছু প্যাকেটজাত দ্রব্য যারা শুদ্ধ নারকেলের দুধ বিক্রি করছে বলে দাবি করে, সেই বিষয়ে সাবধান থাকতে হবে। কারণ এই জাতীয় দ্রব্যে অতিরিক্ত চিনি থাকে। নারকেল দিয়ে নাড়ু, মিষ্টি, কুকি ও মাফিনও তৈরি করা যায়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
World Coconut Day 2021: হার্ট ভাল রাখে, কমায় রক্তচাপ; শরীর ভাল রাখতে নারকেলের জুড়ি মেলা ভার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল