TRENDING:

Food Poisoning: রেস্তোরাঁয় বিরিয়ানি জাতীয় খাবার খেয়েই মৃত‍্যু ১ মহিলার! অসুস্থ ১৭৮ জন, কেরালায় মর্মান্তিক কাণ্ড

Last Updated:

Food Poisoning Biriyani Type Dish: রেস্তরাঁয় বিরিয়ানি জাতীয় খাবার খেয়ে মৃত‍্যু মহিলার। বমি, ডায়ারিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৭৮ জন। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কেরলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেরল: রেস্তরাঁয় বিরিয়ানি জাতীয় খাবার খেয়ে মৃত‍্যু মহিলার। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কেরলে। পাশাপাশি ওই একই খাবার খেয়ে বমি, ডায়ারিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৭৮ জন। শনিবার ঘটনাটি ঘটেছে ত্রিশূর জেলার পেরিনজানাম এলাকার একটি রেস্তরাঁয়।

রেস্তোরাঁয় বিরিয়ানি জাতীয় খাবার খেয়েই মৃত‍্যু ১ মহিলার! অসুস্থ ১৭৮ জন, কেরালায় মর্মান্তিক কাণ্ড
রেস্তোরাঁয় বিরিয়ানি জাতীয় খাবার খেয়েই মৃত‍্যু ১ মহিলার! অসুস্থ ১৭৮ জন, কেরালায় মর্মান্তিক কাণ্ড
advertisement

দেশের সর্বভারতীয় সংবাদমাধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কেরালার খাদ‍্যে বিষক্রিয়ার এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে ক্ষোভে দেখায় স্থানীয়রা। স্থানীয় এক রেস্তোরাঁয় বিরিয়ানি জাতীয় একটি খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা-সহ ১৭৮ জন। জানা গিয়েছে, ওই খাবারে ছিল মেয়োনিজ। অভিযোগ এই মেয়োনিজ থেকেই খাদ‍্যে বিষক্রিয়া।

আরও পড়ুন: দিনভর বৃষ্টি, আসছে বর্ষাকাল! বাইরে বেরিয়েই ভিজে চুপচুপে? সহজ টিপস্ মনে রাখুন, ভিজলেও ঠান্ডা লাগবে না

advertisement

সপ্তাহান্তের দিন শনিবার ওই রেস্তোঁরাতে ভিড় জমিয়েছিলেন প্রচুর গ্রাহক। বিরিয়ানি জাতীয় ওই খাবার অর্ডারও করেছিলেন প্রচুর গ্রাহক। খাওয়ার পর থেকেই বহু মানুষ অসুস্থ বোধ করতে শুরু করেন। বমি, পেটে ব‍্যথা, ডায়েরিয়ার মতো উপসর্গ দেখা দেয়।

আরও পড়ুন: শিয়ালদহ ডিভিশনে দু’দিন চলবে স্পেশ‍্যাল ট্রেন! কোন দিন পাওয়া যাবে? ক’টায় ছাড়বে? জেনে নিন সমস্ত বিস্তারিত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দ্রুত অসুস্থ গ্রাহকদের হাসপাতালে ভর্তি করানো হয়। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা খবর পেয়েই ঘটনাস্থলে যান। এ ছাড়াও খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করে। কীভাবে খাদ‍্যে বিষক্রিয়া হল, তা তদন্তে খতিয়ে দেখা হবে বলেই জানা গিয়েছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Food Poisoning: রেস্তোরাঁয় বিরিয়ানি জাতীয় খাবার খেয়েই মৃত‍্যু ১ মহিলার! অসুস্থ ১৭৮ জন, কেরালায় মর্মান্তিক কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল