দেশের সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কেরালার খাদ্যে বিষক্রিয়ার এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে ক্ষোভে দেখায় স্থানীয়রা। স্থানীয় এক রেস্তোরাঁয় বিরিয়ানি জাতীয় একটি খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা-সহ ১৭৮ জন। জানা গিয়েছে, ওই খাবারে ছিল মেয়োনিজ। অভিযোগ এই মেয়োনিজ থেকেই খাদ্যে বিষক্রিয়া।
advertisement
সপ্তাহান্তের দিন শনিবার ওই রেস্তোঁরাতে ভিড় জমিয়েছিলেন প্রচুর গ্রাহক। বিরিয়ানি জাতীয় ওই খাবার অর্ডারও করেছিলেন প্রচুর গ্রাহক। খাওয়ার পর থেকেই বহু মানুষ অসুস্থ বোধ করতে শুরু করেন। বমি, পেটে ব্যথা, ডায়েরিয়ার মতো উপসর্গ দেখা দেয়।
দ্রুত অসুস্থ গ্রাহকদের হাসপাতালে ভর্তি করানো হয়। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা খবর পেয়েই ঘটনাস্থলে যান। এ ছাড়াও খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করে। কীভাবে খাদ্যে বিষক্রিয়া হল, তা তদন্তে খতিয়ে দেখা হবে বলেই জানা গিয়েছে।