Indian Railway: শিয়ালদহ ডিভিশনে দু'দিন চলবে স্পেশ‍্যাল ট্রেন! কোন দিন পাওয়া যাবে? ক'টায় ছাড়বে? জেনে নিন সমস্ত বিস্তারিত

Last Updated:

Sealdah Train: লোকসভা নির্বাচনের জন্য নিয়োজিত বিপুল সংখক ভোটকর্মীর যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন ১ জুন এবং ২ জুনের মধ্যরাতে ডায়মন্ড হারবার, ক্যানিং এবং নামখানা থেকে শিয়ালদহ (সাউথ)-এর উদ্দেশ্যে কিছু স্পেশাল EMU ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

শিয়ালদহ ডিভিশনে দু'দিন চলবে স্পেশ‍্যাল ট্রেন! কোন দিন পাওয়া যাবে? ক'টায় ছাড়বে? জেনে নিন সমস্ত বিস্তারিত
শিয়ালদহ ডিভিশনে দু'দিন চলবে স্পেশ‍্যাল ট্রেন! কোন দিন পাওয়া যাবে? ক'টায় ছাড়বে? জেনে নিন সমস্ত বিস্তারিত
দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অনুরোধে লোকসভা নির্বাচনের জন্য নিয়োজিত বিপুল সংখক ভোটকর্মীর যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন ১ জুন এবং ২ জুনের মধ্যরাতে ডায়মন্ড হারবার, ক্যানিং এবং নামখানা থেকে শিয়ালদহ (সাউথ)-এর উদ্দেশ্যে কিছু স্পেশাল EMU ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। কোন দিন ছাড়বে? অতিরিক্ত ট্রেনগুলির সময় জেনে নিন।
নামখানা – শিয়ালদহ স্পেশাল ১ জুন রাত ১১:৪৫ মিনিটে নামখানা থেকে ছেড়ে ২রা জুন রাত ০২:২০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
ডায়মন্ড হারবার শিয়ালদহ স্পেশাল ২ জুন রাত ০১:০০ টায় ডায়মন্ড হারবার থেকে ছেড়ে রাত ০২:২৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
advertisement
advertisement
ক্যানিং – শিয়ালদহ স্পেশাল ২ জুন রাত ০১:০০ টায় ক্যানিং থেকে ছেড়ে রাত ০২:০৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। স্পেশাল ট্রেনগুলি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশন-সহ সমস্ত স্টেশনেই থামবে।
এছাড়াও, ৩৪১৬৫ বজবজ – শিয়ালদহ EMU লোকাল ২ জুন রাত ১২:০৫ এর পরিবর্তে রাত ১২:৩০ টায় বজবজ থেকে ছাড়বে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railway: শিয়ালদহ ডিভিশনে দু'দিন চলবে স্পেশ‍্যাল ট্রেন! কোন দিন পাওয়া যাবে? ক'টায় ছাড়বে? জেনে নিন সমস্ত বিস্তারিত
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement