TRENDING:

Woman Pradhan slaps Vice President: পঞ্চায়েত বৈঠকে উপ-প্রধানকে সপাটে চড়! চোখের নিমেশে উধাও মহিলা প্রধান

Last Updated:

Woman Pradhan slaps Vice President: জীবন লতা নামের মহিলা প্রধান প্রকাশ্যে সদর পঞ্চায়েত সমিতির উপ-প্রধান মাস্তরম ঠাকুরকে চড় মারেন এবং তারপর সেখান থেকে পালিয়ে যান। এই ঘটনায় বৈঠকে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পঞ্চায়েত বৈঠকে উপ প্রধানকে সপাটে চড় মহিলার
পঞ্চায়েত বৈঠকে উপ প্রধানকে সপাটে চড় মহিলার
advertisement

নমহল পঞ্চায়েতের প্রধান, জীবন লতা নামের ওই মহিলা প্রকাশ্যে সদর পঞ্চায়েত সমিতির উপ-প্রধান মাস্তরম ঠাকুরকে চড় মারেন এবং তারপর সেখান থেকে পালিয়ে যান। এই ঘটনায় বৈঠকে একটি উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে। উপস্থিত পঞ্চায়েত সমিতির সদস্যরা তাকে ধরার চেষ্টা করলেও লাভ হয়নি। পালিয়ে যান সেই প্রধান।

আরও পড়ুন: মৃত মাকে তিনমাস ঘরে ফেলে রাখল ছেলে, বাঁচিয়ে তোলার আশায় রোজ করতেন মৃত্যুঞ্জয় মন্ত্র জপ! জানুন হাড়হিম করা ঘটনা

advertisement

সদর পঞ্চায়েত সমিতির সভাপতি সীতা ধিমান এবং উপ-প্রধান মাস্তরম ঠাকুর ঘটনার পর পরই পুলিশে খবর দেন, এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। উপ-প্রধান এবং অন্যান্য সদস্যদের বক্তব্যের ভিত্তিতে, নমহল প্রধানের বিরুদ্ধে একটি এফআইআর রেজিস্টার করা হয় এবং তদন্ত শুরু হয়। বৈঠকে ২৫ জন পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

advertisement

বিলাসপুর সদর পঞ্চায়েত সমিতির সভাপতি সীতা ধিমান বলেন, “ত্রৈমাসিক বৈঠকের সময় হঠাৎ করে এক মহিলা প্রধান ঢুকে পড়ে এবং পঞ্চায়েত সমিতির উপ-প্রধান মাস্তরমকে চড় মারেন। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।”

আরও পড়ুন: পেট বোর্ডিং সেন্টারের অবহেলায় পোষা কুকুরের মৃত্যু, মালিকের বিরুদ্ধে মামলা

ধিমান জানান, মহিলা প্রধান বৈঠকে আমন্ত্রিত ছিলেন না এবং তবুও তিনি সেখানে হাজির হয়েছিলেন। সদর পঞ্চায়েত সমিতির সভাপতি মহিলা প্রধানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

advertisement

বিলাসপুর সদর পঞ্চায়েত সমিতির উপ-প্রধান মাস্তরম ঠাকুর বলেন, “আমার সঙ্গে নমহল প্রধান জীবন লতার কোনও বিবাদ ছিল না। তবুও তিনি হঠাৎ করে এসে আমাকে চড় মারলেন।” তিনি জেলা প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন, যার মধ্যে অভিযুক্ত মহিলা প্রধানকে আটক এবং তার পদ থেকে অপসারণের দাবি অন্তর্ভুক্ত রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ঠাকুর সতর্ক করেছেন, “যদি রাজনৈতিক চাপ বা অন্য কোনও কারণে মহিলার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমি উপ-প্রধানের পদ থেকে ইস্তফা দেব।”

বাংলা খবর/ খবর/দেশ/
Woman Pradhan slaps Vice President: পঞ্চায়েত বৈঠকে উপ-প্রধানকে সপাটে চড়! চোখের নিমেশে উধাও মহিলা প্রধান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল