টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ওই যুবতীর নাম রেখা দেবী৷ ২৭ বছর বয়সি রেখা জান মহম্মদ নামে এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে৷ সেই সম্পর্কের কথা জেনে ফেলেন রেখার শ্বশুরমশাই ৬৫ বছরের নাথু সিং৷ অভিযুক্ত রেখা দেবী এবং তার প্রেমিক জান মহম্মদকে গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement
আরও পড়ুন: সেতুর উপরে রিলস-এ ব্যস্ত ৫ ছাত্র, হঠাৎ চলে এল ট্রেন! বীভৎস দৃশ্যে শিউরে উঠল মুর্শিদাবাদের সুতি
পুলিশ জানিয়েছে, নাথু সিং তাদের সম্পর্কের কথা জেনে ফেলতেই নিজের প্রেমিকের সঙ্গে মিলে শ্বশুর মশাইকে খুন করার চক্রান্ত করে ওই যুবতী৷ এর পরে ছুরি দিয়ে কুপিয়ে এবং ইট দিয়ে মাথা থেঁতলে দু জনে মিলে ওই বৃদ্ধকে খুন করে৷ নাথু সিং-এর দেহ এলাকার একটি পুকুরে ভেসে উঠলে ঘটনার কথা জানাজানি হয়৷ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে রেখা দেবী এবং তার প্রেমিককে চিহ্নিত করে পুলিশ৷ দু জনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই ঘটনার কথা স্বীকার করে তারা৷ এর পরেই তাদের গ্রেফতার করা হয়৷
পুলিশের কাছে রেখা আরও জানিয়েছে, শ্বশুরকে খুন করার আগে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে নিজের স্বামী এবং শাশুড়িকে খাইয়ে দিয়েছিল সে৷ যাতে শ্বশুরমশাইকে খুন করতে কেউ বাধা না দিতে পারে৷