TRENDING:

কোলে আড়াই বছরের মেয়ে, অপহৃত স্বামীর খোঁজে গভীর জঙ্গলে মাওবাদীদের ডেরায় ঢুকলেন স্ত্রী!

Last Updated:

শেষ পর্যন্ত মাওবাদীরা (Maoists) অপহৃত ইঞ্জিনিয়ার এবং এক কর্মীকে মুক্তি দিলেও এখনও জঙ্গল থেকে ফেরেননি সোনালী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বিজাপুর: পেশায় ইঞ্জিনিয়ার স্বামীকে অপহরণ করেছিল মাওবাদীরা (Maoists)৷ প্রথমে স্বামীর মুক্তির জন্য আবেগঘন ভিডিও পোস্ট করেছিলেন স্ত্রী৷ কিন্তু তাতেও কাজ না হওয়ায় নিজের আড়াই বছরের কন্যাকে নিয়েই ছত্তীসগড়ের (Chattisgarh) গভীর জঙ্গলে মাওবাদীদের ডেরায় ঢুকে পড়েছিলেন অপহৃত ইঞ্জিনিয়ার অশোক পাওয়ারের স্ত্রী সোনালী পাওয়ার৷
স্বামীকে খুঁজতে মাওবাদীদের ডেরায় স্ত্রী৷ প্রতীকী ছবি, Photo-PTI
স্বামীকে খুঁজতে মাওবাদীদের ডেরায় স্ত্রী৷ প্রতীকী ছবি, Photo-PTI
advertisement

শেষ পর্যন্ত মাওবাদীরা অপহৃত ইঞ্জিনিয়ার এবং এক কর্মীকে মুক্তি দিলেও এখনও জঙ্গল থেকে ফেরেননি সোনালী৷ তাঁর সঙ্গে রয়েছে আড়াই বছরের শিশুকন্যাও৷ তবে সোনালীর সঙ্গে স্থানীয় কয়েকজন সাংবাদিক এবং পুলিশ আধিকারিকদের ফোনে যোগাযোগ রয়েছে৷

আরও পড়ুন: হুড়হুড় করে ঢুকল গাড়িটি, আরোহীর শরীরে 'চিপ', অজিত ডোভালের বাড়িতে মারাত্মক কাণ্ড

advertisement

গত ১১ ফেব্রুয়ারি একটি নির্মাণ সংস্থায় কর্মরত অশোক পাওয়ার নামে ওই ইঞ্জিনিয়ার এবং আনন্দ যাদব নামে এক শ্রমিককে অপহরণ করে মাওবাদীরা৷ তাঁদেরকে অবুঝমাদের গভীর জঙ্গলে নিজেদের ডেরায় নিয়ে যায় মাওবাদীরা৷ ওই ইঞ্জিনিয়ার এবং শ্রমিক একটি বেসরকারি নির্মাণ সংস্থার হয়ে স্থানীয় একটি নদীর উপরে ব্রিজ নির্মাণের কাজে যুক্ত ছিলেন৷

অশোক পাওয়ার নামে ওই ইঞ্জিনিয়ার আদতে মধ্যপ্রদেশের বাসিন্দা৷

advertisement

আরও পড়ুন: জন্মদিনেই মৃত্যুদিন ২ বছরের শিশুর, খেলতে খেলতে পড়ে গেল ফুটন্ত ডালের কড়াইয়ে

অশোক পাওয়ারের অপহরণের খবর পেয়ে তাঁর স্ত্রী সহ গোটা পরিবার ছত্তীসগড়ে চলে আসে৷ এর পর স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় আড়াই বছরের মেয়েকে নিয়ে বিজাপুর এবং নারায়ণপুর জেলার সীমান্ত এলাকা দিয়ে অবুঝমাদের গভীর জঙ্গলে প্রবেশ করেন সোনালী৷ পাঁচ বছরের বড় মেয়েকে অবশ্য পরিবারের কাছেই রেখে যান সোনালী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিকে সোনালী জঙ্গলে ঢুকলেও ততক্ষণে তাঁর স্বামী এবং অপহৃত শ্রমিককে মুক্তি দেয় মাওবাদীরা৷ তাঁদেরকে উদ্ধার করে বিজাপুরের কাছে কুতরুতে নিয়ে গিয়ে রাখে পুলিশ৷ বিজাপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, খুব শিগগিরই সেখানে পৌঁছবেন সোনালী৷

বাংলা খবর/ খবর/দেশ/
কোলে আড়াই বছরের মেয়ে, অপহৃত স্বামীর খোঁজে গভীর জঙ্গলে মাওবাদীদের ডেরায় ঢুকলেন স্ত্রী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল