TRENDING:

Delhi Rain: ইলেকট্রিক পোলে ঝুলছিল ন্যাড়া তার.... ছুঁতেই..! বৃষ্টিভেজা ভোরে ভয়াবহ ঘটনা, কাঠগড়ায় রেল

Last Updated:

অন্য একটি ঘটনায় হরিয়াণার পঞ্চকুলায় ভারী বৃষ্টিতে জলের তোড়ে ভেসে যায় একটি আস্ত চারচাকা গাড়ি৷ তবে গাড়িতে সওয়ার মহিলাকে অবশ্য উদ্ধার করা যায়৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ, ক্ষণে ক্ষণে বৃষ্টি৷ দীর্ঘ অপেক্ষার পরে ছুটির সকালে এমন আবহাওয়া অনেকের কাছেই অনেক আনন্দের, অনেক স্বস্তির৷ কিন্তু, এমন দিনেও হঠাৎই দুর্ঘটনা৷
advertisement

রবিবার ভোর ৫টা৷ ভোপাল শতাব্দী এক্সপ্রেস ধরার জন্য নয়াদিল্লি রেলস্টেশনে পৌঁছে গিয়েছিলেন বছর পঁচিশের ঝকঝকে তরুণী, সাক্ষী আহুজা৷ তাঁর সঙ্গে ছিলেন তাঁর দুই আত্মীয় এবং তিনটি বাচ্চা৷ পাহাড়গঞ্জের দিকের স্টেশন গেটের ট্যাক্সি স্ট্যান্ড দিক দিয়ে সাক্ষীরা প্রত্যেকেই ধীরে ধীরে স্টেশনের ভিতরে এগোচ্ছিল৷ কারণ, রাতভরের বৃষ্টিতে জল জমে গিয়েছিল বেশ কিছু জায়গায়৷ কে জানত, এই জমা জলই কাল হবে!

advertisement

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের শীর্ষে আরাবুল-শওকতের জেলা, তারপরেই অনুব্রতের বীরভূম, ভোট হচ্ছে না ৮ হাজার আসনে

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রাস্তার জমা জল এড়াতে গিয়েই পাশের একটি ইলেক্ট্রিক পোল এ হাত দিয়ে ফেলেন সাক্ষী৷ সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান জলে৷

advertisement

উপস্থিত লোকজন ঘটনাটি দেখতে পেয়ে দ্রুতই ব্যবস্থা নেন৷ অনেক চেষ্টা করে সাক্ষীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে৷ কিন্তু, ততক্ষণে সব শেষ৷

উত্তর রেলের সিপিআরও দীপক কুমার জানান, বিদ্যুৎস্তম্ভটিতে কারেন্ট লিকেজ ছিল বলে মনে করা হচ্ছে৷ কিন্তু গোটা বিষয়টিতে রেলের কোনও গাফিলতি নেই বলে দাবি তাঁর৷ পাশাপাশি, কী করে এই ঘটনা ঘটলা তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি৷

advertisement

আরও পড়ুন: গলায় গামছা, টোটোর সামনের সিটে হঠা‍ৎ চেনা মুখ! জঙ্গলমহলে জমজমাট পঞ্চায়েতের প্রচার

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অন্য একটি ঘটনায় হরিয়াণার পঞ্চকুলায় ভারী বৃষ্টিতে জলের তোড়ে ভেসে যায় একটি আস্ত চারচাকা গাড়ি৷ তবে গাড়িতে সওয়ার মহিলাকে অবশ্য উদ্ধার করা যায়৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Rain: ইলেকট্রিক পোলে ঝুলছিল ন্যাড়া তার.... ছুঁতেই..! বৃষ্টিভেজা ভোরে ভয়াবহ ঘটনা, কাঠগড়ায় রেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল