TRENDING:

Uttar Pradesh News: ইউটিউবে ভিডিও দেখে মদ্যপ অবস্থায় অস্ত্রোপচার, উত্তরপ্রদেশে মহিলার মৃত্যু!

Last Updated:

মৃত ওই মহিলার নাম মুনিসরা রাওয়াত৷ পেটে যন্ত্রণা অনুভব করায় গত ৫ ডিসেম্বর ওই মহিলাকে তাঁর স্বামী বারাবাঁকির কোঠি এলাকায় দামোদর ঔষধালয় নামে ওই ক্লিনিকে নিয়ে যান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইউটিউবের ভিডিও দেখে মদ্যপ অবস্থায় অস্ত্রোপচার৷ যার জেরে মৃত্যু হল এক মহিলার৷ শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের বারাবাঁকির একটি বেআইনি ক্লিনিকে৷
এই বেআইনি ক্লিনিকেই মহিলার অস্ত্রোপচার করা হয়৷ (ইনসেটে) অভিযুক্ত দু জন৷
এই বেআইনি ক্লিনিকেই মহিলার অস্ত্রোপচার করা হয়৷ (ইনসেটে) অভিযুক্ত দু জন৷
advertisement

জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম মুনিসরা রাওয়াত৷ পেটে যন্ত্রণা অনুভব করায় গত ৫ ডিসেম্বর ওই মহিলাকে তাঁর স্বামী বারাবাঁকির কোঠি এলাকায় দামোদর ঔষধালয় নামে ওই ক্লিনিকে নিয়ে যান৷ অভিযোগ, সেই ক্লিনিকের দায়িত্বে থাকা জ্ঞানপ্রকাশ মিশ্র নামে একজন ব্যক্তি মহিলাকে পরীক্ষা করে জানান, পেটে পাথর জমার কারণে যন্ত্রণা হচ্ছে৷ অস্ত্রোপচার করার জন্য ২৫ হাজার টাকা লাগবে৷

advertisement

ওই ব্যক্তির কথায় রাজি হয়ে অস্ত্রোপচারের জন্য অগ্রিম বাবদ ২০ হাজার টাকা দিয়েও দেন মহিলার স্বামী৷ এর পরেই ঘটে বিপত্তি৷ পুলিশের কাছে মহিলার স্বামী অভিযোগ করেছেন, ইউটিউবে অস্ত্রোপচারের ভিডিও দেখে মদ্যপ অবস্থায় তাঁর স্ত্রীর পেটে কাটাছেঁড়া শুরু করেন অভিযুক্ত জ্ঞানপ্রকাশ মিশ্র৷ অভিযোগ, কাঁচা হাতে এই অস্ত্রোপচার করতে গিয়ে মহিলার পেটে গভীর ক্ষত তৈরি করে ফেলেন অভিযুক্ত ব্যক্তি৷ বেশ কয়েকটি শিরাও কেটে যায়৷ যার জেরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে পরের দিন অর্থাৎ ৬ ডিসেম্বর মৃত্যু হয় ওই মহিলার৷ অভিযোগ, একা জ্ঞানপ্রকাশ নয়, তাঁর ভাইপো বিবেককুমার মিশ্রও অস্ত্রোপচারে সাহায্য করেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কবিগুরুর শ্রীনিকেতন শেখাচ্ছে মাটির স্বাস্থ্য পরীক্ষার উপকারিতা
আরও দেখুন

পুলিশ জানিয়েছে, জ্ঞানপ্রকাশের ভাইপো বিবেক রায়বরেলির সরকারি আয়ুর্বেদিক হাসাপাতালে কাজ করেন৷ সেই প্রভাব কাজে লাগিয়েই ওই বছরের পর বছর ওই বেআইনি ক্লিনিক চালানো হচ্ছিল৷ মহিলার মৃত্যুর পরই ওই ক্লিনিকটি সিল করে দিয়েছে পুলিশ৷ অভিযুক্ত জ্ঞানপ্রকাশ এবং তাঁর ভাইপোর বিরুদ্ধে গাফিলতির কারণে মৃত্যু সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ দুই অভিযুক্তেরই খোঁজ শুরু করেছে পুলিশ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh News: ইউটিউবে ভিডিও দেখে মদ্যপ অবস্থায় অস্ত্রোপচার, উত্তরপ্রদেশে মহিলার মৃত্যু!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল