TRENDING:

Uttar Pradesh News: ইউটিউবে ভিডিও দেখে মদ্যপ অবস্থায় অস্ত্রোপচার, উত্তরপ্রদেশে মহিলার মৃত্যু!

Last Updated:

মৃত ওই মহিলার নাম মুনিসরা রাওয়াত৷ পেটে যন্ত্রণা অনুভব করায় গত ৫ ডিসেম্বর ওই মহিলাকে তাঁর স্বামী বারাবাঁকির কোঠি এলাকায় দামোদর ঔষধালয় নামে ওই ক্লিনিকে নিয়ে যান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইউটিউবের ভিডিও দেখে মদ্যপ অবস্থায় অস্ত্রোপচার৷ যার জেরে মৃত্যু হল এক মহিলার৷ শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের বারাবাঁকির একটি বেআইনি ক্লিনিকে৷
এই বেআইনি ক্লিনিকেই মহিলার অস্ত্রোপচার করা হয়৷ (ইনসেটে) অভিযুক্ত দু জন৷
এই বেআইনি ক্লিনিকেই মহিলার অস্ত্রোপচার করা হয়৷ (ইনসেটে) অভিযুক্ত দু জন৷
advertisement

জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম মুনিসরা রাওয়াত৷ পেটে যন্ত্রণা অনুভব করায় গত ৫ ডিসেম্বর ওই মহিলাকে তাঁর স্বামী বারাবাঁকির কোঠি এলাকায় দামোদর ঔষধালয় নামে ওই ক্লিনিকে নিয়ে যান৷ অভিযোগ, সেই ক্লিনিকের দায়িত্বে থাকা জ্ঞানপ্রকাশ মিশ্র নামে একজন ব্যক্তি মহিলাকে পরীক্ষা করে জানান, পেটে পাথর জমার কারণে যন্ত্রণা হচ্ছে৷ অস্ত্রোপচার করার জন্য ২৫ হাজার টাকা লাগবে৷

advertisement

ওই ব্যক্তির কথায় রাজি হয়ে অস্ত্রোপচারের জন্য অগ্রিম বাবদ ২০ হাজার টাকা দিয়েও দেন মহিলার স্বামী৷ এর পরেই ঘটে বিপত্তি৷ পুলিশের কাছে মহিলার স্বামী অভিযোগ করেছেন, ইউটিউবে অস্ত্রোপচারের ভিডিও দেখে মদ্যপ অবস্থায় তাঁর স্ত্রীর পেটে কাটাছেঁড়া শুরু করেন অভিযুক্ত জ্ঞানপ্রকাশ মিশ্র৷ অভিযোগ, কাঁচা হাতে এই অস্ত্রোপচার করতে গিয়ে মহিলার পেটে গভীর ক্ষত তৈরি করে ফেলেন অভিযুক্ত ব্যক্তি৷ বেশ কয়েকটি শিরাও কেটে যায়৷ যার জেরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে পরের দিন অর্থাৎ ৬ ডিসেম্বর মৃত্যু হয় ওই মহিলার৷ অভিযোগ, একা জ্ঞানপ্রকাশ নয়, তাঁর ভাইপো বিবেককুমার মিশ্রও অস্ত্রোপচারে সাহায্য করেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ক্যামেরার পিছনে হোক বা স্টুডিওর আলোয়, সাংবাদিক হতে চাইলে এটি জানুন! কোর্সের খরচ নামমাত্র
আরও দেখুন

পুলিশ জানিয়েছে, জ্ঞানপ্রকাশের ভাইপো বিবেক রায়বরেলির সরকারি আয়ুর্বেদিক হাসাপাতালে কাজ করেন৷ সেই প্রভাব কাজে লাগিয়েই ওই বছরের পর বছর ওই বেআইনি ক্লিনিক চালানো হচ্ছিল৷ মহিলার মৃত্যুর পরই ওই ক্লিনিকটি সিল করে দিয়েছে পুলিশ৷ অভিযুক্ত জ্ঞানপ্রকাশ এবং তাঁর ভাইপোর বিরুদ্ধে গাফিলতির কারণে মৃত্যু সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ দুই অভিযুক্তেরই খোঁজ শুরু করেছে পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh News: ইউটিউবে ভিডিও দেখে মদ্যপ অবস্থায় অস্ত্রোপচার, উত্তরপ্রদেশে মহিলার মৃত্যু!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল