মহিলার এ হেন দাবি শুনে বিস্ময় প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই৷ স্বামী-স্ত্রীর মধ্যে খোরপোষ সংক্রান্ত এই মামালাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে উঠেছিল৷ স্বামীর থেকে ১২ কোটি টাকা, বিএমডব্লিউ গাড়ি এবং থাকার জন্য একটি বাড়ি দাবি করেছিলেন ওই মহিলা৷
ভরণপোষণ বাবদ মহিলার এই দাবি শুনে প্রধান বিচারপতি বলেন, আপনি এত উচ্চশিক্ষিত, অন্যের মুখাপেক্ষী না হয়ে আপনার নিজেরই উপার্জন করে খাওয়া উচিত৷
advertisement
জানা গিয়েছে, ১৮ মাস আগে ওই মহিলার বিয়ে হয়৷ কিন্তু তার পরই স্বামী এবং স্ত্রী আলাদা থাকতে শুরু করেন৷ শেষ পর্যন্ত মামলা গড়ায় শীর্ষ আদালতে৷
স্বামীর কাছ থেকে মহিলা যা দাবি করেছেন, তা শুনে প্রধান বিচারপতি বলেন, আপনি তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত৷ এমবিএ করেছেন৷ বেঙ্গালুরু, হায়দরাবাদে আপনার চাকরির প্রচুর সুযোগ রয়েছে৷ আপনি কেন নিজে চাকরি করছেন না? বিস্মিত প্রধান বিচারপতি আরও বলেন, মাত্র ১৮ মাস আগে আপনার বিয়ে হয়েছে৷ আর এখন আপনি স্বামীর থেকে বিএমডব্লিউ চাইছেন?
নিজের দাবির পক্ষে যুক্তি দিতে গিয়ে ওই মহিলা আদালতকে জানান, তাঁর স্বামী অত্যন্ত ধনী৷ মহিলার আরও দাবি, তিনি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে দাবি করে স্বামীই বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন৷
যদিও ওই মহিলাকে প্রধান বিচারপতি জানিয়ে দেন, স্বামীর সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে আপাতত একটি ফ্ল্যাট পেতে পারেন তিনি৷ কারণ তিনি সক্ষম হলেও নিজে উপার্জন করতে চান না৷