উত্তর ক্যালুফোর্নিয়ার বাসিন্দা রেবেকা ব্লুু এমনই এক অদ্ভুত পেশার সঙ্গে যুক্ত৷ তিনি একজন মডেল ও ইনফ্লুয়েন্সার৷ তবে এই মুহূর্তে সেই আজব পেশার কারণেই তিনি কোটিপতি৷ প্রথমে পায়ের নখ আর থুতু বিক্রি করতেন তিনি। চাহিদা বেড়ে যাওয়ায় সেই তালিকায় যোগ করলেন খুশকি, গায়ের ঘাম, বাহুমূলের কেশ। রেবেকা স্নান করে বেরিয়ে আসার পর তাঁর কর্মচারীরা এই জিনিসগুলি সংগ্রহ করেন।নখ কাটার সময় সেগুলি যত্নে রেখে দেন। বাড়ির বাইরে গেলে সঙ্গে একটি কৌটো রাখেন, সেখানেই থুতু ফেলেন।
advertisement
এমন পেশা নতুন কিছু না৷ আমেরিকার রিয়েলিটি শোয়ের টিভি তারকা স্টেফানি ম্যাটো বাতকর্ম বিক্রি করেন শুরু করেছেন অনলাইনে। বাতকর্ম কী ভাবে বিক্রি করা যায়? শুনে অনেকেই অবাক হয়েছেন। ওই টিভি স্টার গোটা বিষয়টা ভিডিও করে শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
আরও পড়ুন: ইচ্ছেটাই তো আসল কথা! ১০৮ বছর বয়সে পড়াশোনা করে পরীক্ষায় ফার্স্ট হলেন বৃদ্ধা
টিভি তারকা স্টেফানি ম্যাটো জানান, তিনি নিজের খাওয়া দাওয়ার নিয়ে খুবই সজাগ থাকেন, তাই এমন খাবার খান যা পেটের ভিতর ভালো গ্যাস তৈরি করতে পারে। তিনি প্রতিদিন প্রোটিন, ডিম, দই ইত্যাদি খেয়ে থাকেন। এবার একটি কাঁচের ছোট্ট জারে গোলাপের পাপড়ি রেখে দেন। এবার গ্যাস এলেই তা ওই জারে ভরে নেন তিনি। গোলাপের সঙ্গে বাতক্রিয়া মিলে এক অদ্ভুত গন্ধ তৈরি হয়। যা কিনা সাত দিন পর্যন্ত ওই কাচের জারে রাখার ব্যবস্থা করেন তিনি। এবার অনলাইনে এই জার গুলি বিক্রি করেন ওই টিভি স্টার।