TRENDING:

Gurugram woman attacked: বাইকে উঠতে আপত্তি তরুণীর, গুরুগ্রামে রাস্তার উপরেই ধুন্ধুমার! দেখুন ভিডিও

Last Updated:

ভিডিও-তে দেখা যাচ্ছে, একটি অটো থেকে নামার পরই ওই মহিলার দিকে এগিয়ে যান বাইক আরোহী এক ব্য়ক্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুরুগ্রাম: বাইকে উঠতে বললেও রাজি হননি। সেই রাগে রাস্তার উপরেই এক তরুণীকে হেলমেট দিয়ে বেধড়ক মারধর করলেন এক যুবক। হেলমেট দিয়ে পর পর তরুণীর মাথায় আঘাত করতে থাকেন তিনি। চাঞ্চল্য়কর এই ঘটনা ঘটেছে হরিয়ানায়। গোটা ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ওই সিসিটিভি ফুটেজ সোশ্য়াল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে।
গোটা ঘটনা ধরা পড়ে সিসিটিভি-তে। ছবি- এএনআই
গোটা ঘটনা ধরা পড়ে সিসিটিভি-তে। ছবি- এএনআই
advertisement

ভিডিও-তে দেখা যাচ্ছে, একটি অটো থেকে নামার পরই ওই মহিলার দিকে এগিয়ে যান বাইক আরোহী এক ব্য়ক্তি। বাইক থেকে নেমেই মহিলার সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে।

আরও পড়ুন: আমজনতার জন্য বিরাট বড় খবর! ৭ বছরে সবচেয়ে বড় পতন, ৮% কমল অপরিশোধিত তেলের দাম

এর কয়েক মুহূর্তের মধ্য়েই দেখা যায়, মহিলাকে হেলমেট দিয়ে মারতে শুরু করলেন ওই ব্য়ক্তি। পাল্টা ওই মহিলাও হাত থাকা ব্য়াগ দিয়ে ওই ব্য়ক্তিকে মারতে শুরু করেন।

advertisement

রাস্তার মাঝখানেই এই হাতাহাতি চলতে থাকে। একজন অটো চালক ও অন্য় একজন পথচারী মহিলাকে বাঁচাতে এগিয়ে যান।

advertisement

আরও পড়ুন: তিল তিল করে মাটির নীচে ঢুকে যাচ্ছে উত্তরাখণ্ডের এই মন্দির শহর, কিন্তু কেন?

গুরুগ্রামের এসিপি মনোজ কে জানিয়েছেন, অভিযুক্তের নাম কমল। প্রতিবেশী এক মহিলা বাইকে উঠতে না চাওয়ায় তিনি তাঁকে হেলমেট দিয়ে আক্রমণ করেন। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

হেলমেট দিয়ে মারধরের ঘটনায় ওই মহিলা গুরুতর আহত হন। ঘটনার পরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাংলা খবর/ খবর/দেশ/
Gurugram woman attacked: বাইকে উঠতে আপত্তি তরুণীর, গুরুগ্রামে রাস্তার উপরেই ধুন্ধুমার! দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল