ভিডিও-তে দেখা যাচ্ছে, একটি অটো থেকে নামার পরই ওই মহিলার দিকে এগিয়ে যান বাইক আরোহী এক ব্য়ক্তি। বাইক থেকে নেমেই মহিলার সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন: আমজনতার জন্য বিরাট বড় খবর! ৭ বছরে সবচেয়ে বড় পতন, ৮% কমল অপরিশোধিত তেলের দাম
এর কয়েক মুহূর্তের মধ্য়েই দেখা যায়, মহিলাকে হেলমেট দিয়ে মারতে শুরু করলেন ওই ব্য়ক্তি। পাল্টা ওই মহিলাও হাত থাকা ব্য়াগ দিয়ে ওই ব্য়ক্তিকে মারতে শুরু করেন।
advertisement
রাস্তার মাঝখানেই এই হাতাহাতি চলতে থাকে। একজন অটো চালক ও অন্য় একজন পথচারী মহিলাকে বাঁচাতে এগিয়ে যান।
আরও পড়ুন: তিল তিল করে মাটির নীচে ঢুকে যাচ্ছে উত্তরাখণ্ডের এই মন্দির শহর, কিন্তু কেন?
গুরুগ্রামের এসিপি মনোজ কে জানিয়েছেন, অভিযুক্তের নাম কমল। প্রতিবেশী এক মহিলা বাইকে উঠতে না চাওয়ায় তিনি তাঁকে হেলমেট দিয়ে আক্রমণ করেন। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
হেলমেট দিয়ে মারধরের ঘটনায় ওই মহিলা গুরুতর আহত হন। ঘটনার পরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।