TRENDING:

এমনও সম্ভব! ২৮ বছর ধরে মা তালাবন্ধ করে রেখেছে সন্তানকে! উদ্ধার কঙ্কালসার ব্যক্তি

Last Updated:

ঘটনার ভয়াবহতায় চাঞ্চল্য গোটা পৃথিবীতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#স্টকহোম: মা-সন্তানের সম্পর্ক স্নেহচ্ছায়ার, প্রশ্রয়ের, লালিত্যের। কিন্তু সম্প্রতি সংবাদ শিরোনামে আসা এক ঘটনা প্রশ্ন তুলবে সমীকরণ নিয়েই। প্ৰশ্ন উঠবে, কী ভাবে এতটা নৃশংস হতে পারেন এক মা! ২৮ বছর ধরে ছেলেকে একটি অ্যাপার্টমেন্টে আটকে রাখার মত ঘটনাও ঘটতে পারে! হ্যাঁ, এমনটাই হয়েছে সুইডেনে, ঘটনার ভয়াবহতায় চাঞ্চল্য গোটা পৃথিবীতে।
advertisement

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে এই ঘটনার বিবৃতি দিচ্ছিলেন স্টকহোম পুলিশের এক আধিকারিক। তিনি বলেন, স্টকহোমের দক্ষিণে হ্যনিঞ্জ শহরে ১২ বছর বয়সেই পড়াশোনায় ইতি টানা হয় ওই যুবকের। তাঁর কথায়, তার পর থেকেই ওই ভদ্রমহিলা অবৈধ ভাবে তাঁর সন্তানকে পরাধীন করে রেথেছেন এবং শারীরিক ভাবেও ক্ষতি করেছন। ১২ বছর বয়স থেকে এক জায়গায় থাকতে থাকতে এখন ওই ব্যক্তির বয়স ৪১।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আটকে থাকা ওই ব্যক্তির এক আত্মীয় বিষয়টি পুলিশকে জানান দেন। পুলিশ ওই ফ্ল্যাটে গিয়ে আবিষ্কার করে বছরের পর বছর ফ্ল্যাটটি পরিষ্কার করা হয়নি। ময়লা আর দুর্গন্ধের মধ্যেই পরে থাকতে থাকতে ওই ব্যক্তির সব দাঁত পড়ে গিয়েছে, সার গায়ে ঘা। হাঁটাচলার সক্ষমতাও হারিয়ে ফেলেছেন তিনি। কথা বলছেন আকারে ইঙ্গিতে। তড়িঘড়ি ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়া হয় তাঁর সত্তরোর্ধ মাকেও।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
এমনও সম্ভব! ২৮ বছর ধরে মা তালাবন্ধ করে রেখেছে সন্তানকে! উদ্ধার কঙ্কালসার ব্যক্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল