আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে এই ঘটনার বিবৃতি দিচ্ছিলেন স্টকহোম পুলিশের এক আধিকারিক। তিনি বলেন, স্টকহোমের দক্ষিণে হ্যনিঞ্জ শহরে ১২ বছর বয়সেই পড়াশোনায় ইতি টানা হয় ওই যুবকের। তাঁর কথায়, তার পর থেকেই ওই ভদ্রমহিলা অবৈধ ভাবে তাঁর সন্তানকে পরাধীন করে রেথেছেন এবং শারীরিক ভাবেও ক্ষতি করেছন। ১২ বছর বয়স থেকে এক জায়গায় থাকতে থাকতে এখন ওই ব্যক্তির বয়স ৪১।
advertisement
আটকে থাকা ওই ব্যক্তির এক আত্মীয় বিষয়টি পুলিশকে জানান দেন। পুলিশ ওই ফ্ল্যাটে গিয়ে আবিষ্কার করে বছরের পর বছর ফ্ল্যাটটি পরিষ্কার করা হয়নি। ময়লা আর দুর্গন্ধের মধ্যেই পরে থাকতে থাকতে ওই ব্যক্তির সব দাঁত পড়ে গিয়েছে, সার গায়ে ঘা। হাঁটাচলার সক্ষমতাও হারিয়ে ফেলেছেন তিনি। কথা বলছেন আকারে ইঙ্গিতে। তড়িঘড়ি ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়া হয় তাঁর সত্তরোর্ধ মাকেও।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 02, 2020 11:13 AM IST