TRENDING:

Woman fights thieves: বাড়িতে একা মহিলা, একসঙ্গে হানা দিল তিন চোর! কী ঘটল তার পর? দেখুন ভিডিও

Last Updated:

ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসরে৷ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, পাঁচিল টপকে বাড়ির ভিতরে ঢুকে সদর দরজা ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করতে থাকে তিন চোর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অমৃতসর: পাঁচিল টপকে বাড়িতে ঢুকছে তিন জন চোর৷ তা দেখেই তৎপর হয়ে উঠলেন বাড়ির ভিতরে থাকা মহিলা৷ বাড়িতে তখন নিজের শিশু সন্তানকে নিয়ে একা ছিলেন ওই মহিলা৷ কিন্তু ঘাবড়ে না গিয়ে শেষ পর্যন্ত তিন চোরকেই রুখে দেন তিনি৷ মহিলার সাহস এবং মানসিক শক্তির প্রশংসা শুরু করেছেন নেট ব্যবহারকারীরা৷
পাঁচিল টপকে ঢুকছে চোর, দরজা আটকে মহিলা৷ ছবি- এক্স থেকে
পাঁচিল টপকে ঢুকছে চোর, দরজা আটকে মহিলা৷ ছবি- এক্স থেকে
advertisement

ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসরে৷ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, পাঁচিল টপকে বাড়ির ভিতরে ঢুকে সদর দরজা ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করতে থাকে তিন চোর৷

কিন্তু সিসিটিভি-তে চোরদের দেখেই দ্রুত দরজার সামনে চলে যান ওই মহিলা৷ সর্বশক্তি দিয়ে ভিতর থেকে দরজা ঠেলে বন্ধ করার চেষ্টা করতে থাকেন তিনি৷ সঙ্গে প্রাণপণে চিৎকার করে প্রতিবেশীদের সাহায্য চাইতে থাকেন ওই মহিলা৷ বাইরে থেকে ওই তিন দুষ্কৃতীও দরজা ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করতে থাকে৷ কিন্তু হাল ছাড়েননি ওই মহিলা৷

advertisement

আরও পড়ুন: অনটন আর একাকীত্বই এখন সঙ্গী, মহালয়ার সকালে মন খারাপ অমল অসুরের

শেষ পর্যন্ত অবশ্য সফল হন ওই মহিলা৷ কোনওক্রমে দরজার ছিটকিনি আটকে দেন তিনি৷ এর পর ঘরের ভিতরে থাকা একটি সোফা টেনে এনে দরজার সামনে রাখার চেষ্টা করেন ওই মহিলা৷ ততক্ষণে মহিলার শিশুসন্তানও ওই ঘরে চলে এসেছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত মহিলার মানসিক জোরের কাছেই হারো স্বীকার করে ওই তিন চোর৷ বাড়িতে ঢুকতে না পেরে ওই বাড়ি থেকে বেরিয়ে যায় তারা৷

বাংলা খবর/ খবর/দেশ/
Woman fights thieves: বাড়িতে একা মহিলা, একসঙ্গে হানা দিল তিন চোর! কী ঘটল তার পর? দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল