ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসরে৷ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, পাঁচিল টপকে বাড়ির ভিতরে ঢুকে সদর দরজা ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করতে থাকে তিন চোর৷
কিন্তু সিসিটিভি-তে চোরদের দেখেই দ্রুত দরজার সামনে চলে যান ওই মহিলা৷ সর্বশক্তি দিয়ে ভিতর থেকে দরজা ঠেলে বন্ধ করার চেষ্টা করতে থাকেন তিনি৷ সঙ্গে প্রাণপণে চিৎকার করে প্রতিবেশীদের সাহায্য চাইতে থাকেন ওই মহিলা৷ বাইরে থেকে ওই তিন দুষ্কৃতীও দরজা ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করতে থাকে৷ কিন্তু হাল ছাড়েননি ওই মহিলা৷
আরও পড়ুন: অনটন আর একাকীত্বই এখন সঙ্গী, মহালয়ার সকালে মন খারাপ অমল অসুরের
শেষ পর্যন্ত অবশ্য সফল হন ওই মহিলা৷ কোনওক্রমে দরজার ছিটকিনি আটকে দেন তিনি৷ এর পর ঘরের ভিতরে থাকা একটি সোফা টেনে এনে দরজার সামনে রাখার চেষ্টা করেন ওই মহিলা৷ ততক্ষণে মহিলার শিশুসন্তানও ওই ঘরে চলে এসেছে৷
অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত মহিলার মানসিক জোরের কাছেই হারো স্বীকার করে ওই তিন চোর৷ বাড়িতে ঢুকতে না পেরে ওই বাড়ি থেকে বেরিয়ে যায় তারা৷