TRENDING:

UP: তিনদিনে দল ছাড়লেন বিজেপি-র সপ্তম বিধায়ক! ভোটের মুখে দলত্যাগের হিড়িক যোগী রাজ্যে

Last Updated:

Yogi Adityanath: সামনেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। নির্বাচনে প্রার্থী তালিকা ঠিক করতে বুধবার রাত পর্যন্ত আলোচনা করেছে বিজেপি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: যেন দল ছাড়ার হিড়িক লেগেছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। শেষ তিনদিনে সাত জন বিজেপি (BJP MLA) বিধায়ক পার্টি থেকে পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গিয়েছে। এই তালিকায় সপ্তম নামটি আসনে বৃহস্পতিবার সকালে। দল ছাড়েন বিজেপি বিধায়ক মুকেশ বর্মা। তিনি ট্যুইট করে নিজের পদত্যাগের কথাটি জানিয়েছেন। তিনি শিখোদাবাদ বিধানসভা এলাকার বিধায়ক ছিলেন। তিনি ট্যুইটে নিজের পদত্যাগের কথা বলে জানিয়েছেন, যোগী আদিত্যনাথ সরকার উত্তরপ্রদেশে দলিতদের প্রতি অবিচার করেছে। অবিচার করা হয়েছে পিছিয়ে পড়া সম্প্রদায়, সংখ্যালঘু, কৃষক ও বেকার যুবকদের প্রতিও।
ছবি: এএনআই
ছবি: এএনআই
advertisement

আরও পড়ুন-  উত্তরপ্রদেশের বিজেপি ত্যাগ করছেন নেতা-মন্ত্রী-বিধায়করা, যা বললেন অধীর চৌধুরী!

তিনি ট্যুইটারে লিখেছে, ' উত্তরপ্রদেশে বিজেপি শাসিত সরকারের পাঁচ বছরে বিভিন্ন পিছিয়ে পড়া সম্প্রদায়, দলিত সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিদের কোনও গুরুত্ব দেওয়া হয়নি। এই গোষ্ঠীভুক্ত মানুষদেরও হেলাফেলা করা হয়েছে। সেই কারণে আমি ভারতীয় জনতা পার্টির সদস্যপদ ত্যাগ করলাম। ' এই নিয়ে মোট সাতজন গত মঙ্গলবার থেকে বিধায়ক পদ ছাড়লেন। এই তালিকায় রয়েছে স্বামীপ্রসাদ মৌর্য (দলিত নেতা), অবতার সিং ভান্ডান, তিন্ডওয়ারি ব্রজেশ প্রজাপতি, রোশন লাল, ভগবতী সাগর পদত্যাগ করেছেন। মঙ্গলবার পদত্যাগ করেন বিনয় কুমার শাক্য।

advertisement

আরও পড়ুন- রোজ যাচ্ছে ৮০০ ঝুড়ি! বড়বাজারের এই দোকান থেকে আরোগ্য-ফল পাঠাচ্ছে রাজ্য

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সামনেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। নির্বাচনে প্রার্থী তালিকা ঠিক করতে বুধবার রাত পর্যন্ত আলোচনা করেছে বিজেপি। সম্ভবত বৃহস্পতিবারই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষিত হবে। কিন্তু তার আদে এই দল-বদলের দাপট যথেষ্ট চিন্তায় ফেলেছে গেরুয়া শিবিরকে। কী করে এই হাওয়ার বিরুদ্ধে তারা লড়বেন, তা নিয়েও নানারকম ছক কষা শুরু হয়েছে। ইতিমধ্যে অবশ্য বিরোধী শিবিরের দুই বিধায়ক বিজেপি-তে যোগদান করেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
UP: তিনদিনে দল ছাড়লেন বিজেপি-র সপ্তম বিধায়ক! ভোটের মুখে দলত্যাগের হিড়িক যোগী রাজ্যে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল