আরও পড়ুন- উত্তরপ্রদেশের বিজেপি ত্যাগ করছেন নেতা-মন্ত্রী-বিধায়করা, যা বললেন অধীর চৌধুরী!
তিনি ট্যুইটারে লিখেছে, ' উত্তরপ্রদেশে বিজেপি শাসিত সরকারের পাঁচ বছরে বিভিন্ন পিছিয়ে পড়া সম্প্রদায়, দলিত সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিদের কোনও গুরুত্ব দেওয়া হয়নি। এই গোষ্ঠীভুক্ত মানুষদেরও হেলাফেলা করা হয়েছে। সেই কারণে আমি ভারতীয় জনতা পার্টির সদস্যপদ ত্যাগ করলাম। ' এই নিয়ে মোট সাতজন গত মঙ্গলবার থেকে বিধায়ক পদ ছাড়লেন। এই তালিকায় রয়েছে স্বামীপ্রসাদ মৌর্য (দলিত নেতা), অবতার সিং ভান্ডান, তিন্ডওয়ারি ব্রজেশ প্রজাপতি, রোশন লাল, ভগবতী সাগর পদত্যাগ করেছেন। মঙ্গলবার পদত্যাগ করেন বিনয় কুমার শাক্য।
advertisement
আরও পড়ুন- রোজ যাচ্ছে ৮০০ ঝুড়ি! বড়বাজারের এই দোকান থেকে আরোগ্য-ফল পাঠাচ্ছে রাজ্য
সামনেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। নির্বাচনে প্রার্থী তালিকা ঠিক করতে বুধবার রাত পর্যন্ত আলোচনা করেছে বিজেপি। সম্ভবত বৃহস্পতিবারই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষিত হবে। কিন্তু তার আদে এই দল-বদলের দাপট যথেষ্ট চিন্তায় ফেলেছে গেরুয়া শিবিরকে। কী করে এই হাওয়ার বিরুদ্ধে তারা লড়বেন, তা নিয়েও নানারকম ছক কষা শুরু হয়েছে। ইতিমধ্যে অবশ্য বিরোধী শিবিরের দুই বিধায়ক বিজেপি-তে যোগদান করেছেন।