কয়েকদিন ধরেই অসহিষ্ণুতা নিয়ে সরব হয়েছে দেশের বিভিন্ন স্তরের মানুষ ৷ অধিবেশন শুরুর কিছু দিন আগেই অভিনেতা আমির খানের অসহিষ্ণুতা নিয়ে করা মন্তব্য আরও উস্কে দিয়েছিল এই বিষয়টিকে ৷ স্বভাবতই এই ইস্যুতে অধিবেশন উত্তাল হওয়ার সম্ভাবনা ছিল { আগে থেকেই হলও তাই ৷
কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রীর ‘অসহিষ্ণুতা’ নিয়ে মন্তব্য করার সময় সংবিধানের দুটি শব্দ ‘ধর্মনিরপেক্ষ’ এবং ‘সমাজতান্ত্রীক’ নিয়েও কথা বলেন ৷ রাজনাথ সিং জানান, ‘ভারতের সংবিধানে প্রথমে ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতান্ত্রীক এই দুটি শব্দ ছিল না ৷ কিন্তু পরে সংবিধান সংশোধন করে এগুলি যোগ করা হয় ৷ সংবিধান দিবসে কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধা জানান ডা: বিআর আম্বেদকার, ডা: রাজেন্দ্র প্রসাদ ও পণ্ডিত নেহেরুকে ৷ সঙ্গে রাজনাথ সিংহ বলেন, ‘ডা: বিআর আম্বেদকার ‘ধর্মনিরপেক্ষ’ এবং ‘সমাজতান্ত্রীক সংবিধানে রাখার প্রযোজন মনে করেননি ৷ কারন তিনি মনে করতেন এটা আমাদের মধ্যেই রয়েছে ৷’
advertisement
রাজনাথ সিংয়ের মন্তব্য নিয়ে স্বভাবতই সমালোচনা শুরু হয় গোটা পার্লামেন্ট জুড়ে ৷ মন্তব্যে ‘ধর্মনিরপেক্ষ’ এবং ‘সমাজতান্ত্রীক’ শব্দ ব্যবহার করায় রাজনাথ সিংয়ের কড়া আপত্তি করেন বিরোধিরা ৷ কংগ্রেস জানান, ডা: বিআর আম্বেদকার এই দুটি শব্দ সংবিধানে সংযোজন করতে চেয়েছিলেন কিন্তু বিরোধিতার সম্মুখিন হতে হয়েছিল ৷