TRENDING:

বিতর্কে রাজনাথ সিং, ‘অসহিষ্ণুতা’য় পার্লামেন্টে শুরু শীতকালীন অধিবেশন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  শীতকালীন অধিবেশনের শুরুর দিনই উত্তাল হয়ে উঠল পার্লামেন্ট ৷ ‘অসহিষ্ণুতা’র বিতর্কের জের গিয়ে পড়ল লোকসভার অন্দরেও ৷ এবার অসহিষ্ণুতা নিয়ে মুখ খুললেন দেশের সরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ পার্লামেন্টে সংবিধান দিবস উপলক্ষ্যে অসহিষ্ণুতা ইস্যুতে বক্তব্য রাখার সময় তিনি বলেন, আজকের রাজনীতিতে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি সব চেয়ে বেশি অপব্যবহার করা হচ্ছে ৷’ শুধু তাই নয়,  সম্প্রতি বলিউড অভিনেতার আমির খানের করা মন্তব্যকেও কটাক্ষ্ করে তিনি বলেন, ‘ সংবিধান রচনার সময় আম্বেদকারজিকেও অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল কিন্তু তিনি কোনও দিন দেশ ছাড়ার কথা ভাবেননি ৷’
advertisement

কয়েকদিন ধরেই অসহিষ্ণুতা নিয়ে সরব হয়েছে দেশের বিভিন্ন স্তরের মানুষ ৷ অধিবেশন শুরুর কিছু দিন আগেই অভিনেতা আমির খানের  অসহিষ্ণুতা নিয়ে করা মন্তব্য আরও উস্কে দিয়েছিল এই বিষয়টিকে ৷ স্বভাবতই এই ইস্যুতে অধিবেশন উত্তাল হওয়ার সম্ভাবনা ছিল { আগে থেকেই হলও তাই ৷

কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রীর ‘অসহিষ্ণুতা’ নিয়ে মন্তব্য করার সময় সংবিধানের দুটি শব্দ ‘ধর্মনিরপেক্ষ’ এবং ‘সমাজতান্ত্রীক’ নিয়েও কথা বলেন ৷ রাজনাথ সিং জানান, ‘ভারতের সংবিধানে প্রথমে ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতান্ত্রীক এই দুটি শব্দ ছিল না ৷ কিন্তু পরে সংবিধান সংশোধন করে এগুলি যোগ করা হয় ৷  সংবিধান দিবসে কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধা জানান ডা: বিআর আম্বেদকার, ডা: রাজেন্দ্র প্রসাদ ও পণ্ডিত নেহেরুকে ৷ সঙ্গে রাজনাথ সিংহ বলেন, ‘ডা: বিআর আম্বেদকার ‘ধর্মনিরপেক্ষ’ এবং ‘সমাজতান্ত্রীক সংবিধানে রাখার প্রযোজন মনে করেননি ৷ কারন তিনি মনে করতেন এটা আমাদের মধ্যেই রয়েছে ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাজনাথ সিংয়ের মন্তব্য নিয়ে স্বভাবতই সমালোচনা শুরু হয় গোটা পার্লামেন্ট জুড়ে ৷ মন্তব্যে ‘ধর্মনিরপেক্ষ’ এবং ‘সমাজতান্ত্রীক’ শব্দ ব্যবহার করায় রাজনাথ সিংয়ের কড়া আপত্তি করেন বিরোধিরা ৷ কংগ্রেস জানান, ডা: বিআর আম্বেদকার এই দুটি শব্দ সংবিধানে সংযোজন করতে চেয়েছিলেন কিন্তু বিরোধিতার সম্মুখিন হতে হয়েছিল ৷

বাংলা খবর/ খবর/দেশ/
বিতর্কে রাজনাথ সিং, ‘অসহিষ্ণুতা’য় পার্লামেন্টে শুরু শীতকালীন অধিবেশন