TRENDING:

গণপিটুনি ও বিদ্বেষমূলক অপরাধ রুখতে লোকসভায় কড়া আইন আনা হবে, ইস্তেহারে ঘোষণা কংগ্রেসের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভোটের মুখে ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস ৷ আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস । কর্মসংস্থান, শিল্প, ন্যূনতম আয় যোজনা-সহ ৫৫ পাতার ইস্তেহারে নানা বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস ৷ পাশাপাশি, সেই সমস্ত প্রতিশ্রুতি পালনের আশ্বাসও দিয়েছে কংগ্রেস ৷
advertisement

কংগ্রেসের ইস্তেহারে জানানো হয়েছে, ক্ষমতায় এলে সপ্তদশ লোকসভায় এবং রাজ্যসভায় একটি বিল পাশ করানো হবে ৷ সেই বিল মারফত ভুয়ো অভিযোগের ভিত্তিতে দেশে বেড়ে চলা গণপিটুনি, জ্বলন্ত পুড়িয়ে দেওয়া কিংবা নগ্ন করে প্রকাশ্যে ঘুরতে বাধ্য করার মত গুরুত্বপূর্ণ অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য একটি আইন পাশ করানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কংগ্রেসের ইস্তেহারে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নয়া বিল মারফত এই ধরণের ঘটনার শিকার হবেন যারা তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ পাশাপাশি, যে এলাকায় ঘটনাটি ঘটবে, সেই এলাকার পুলিশ এবং জেলা প্রশাসকের অবহেলার জন্য তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার বিষয়টি নথিভুক্ত থাকবে আইনে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
গণপিটুনি ও বিদ্বেষমূলক অপরাধ রুখতে লোকসভায় কড়া আইন আনা হবে, ইস্তেহারে ঘোষণা কংগ্রেসের