TRENDING:

বানপ্রস্থেই যাবেন নাকি মুকুটহীন সম্রাট হবেন 'সুশাসনবাবু' নীতীশ কুমার?

Last Updated:

বিজেপি যদি কথা রাখে তবে মুখ্যমন্ত্রী হবেন 'সুশাসনবাবু' নীতীশকুমার। কিন্তু সেই মুখ্যমন্ত্রীত্ব কি দাঁত নখ উপড়ে যাওয়া রাজার রাজমুকুটই নয়?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: ধান ভাঙতে শিবের গাজন গেয়ে রেখেছিলেন আগেই। তবে কি বিপদ টের পেয়েছিলেন? বিহারের ভোটের ফল প্রকাশিত হতেই সামনে আসছে নীতিশ কুমার সন্ন্যাসের প্রসঙ্গ। প্রশ্ন উঠছে তাঁর রাজনৈতিক ভবিষ্যত নিয়েও।
advertisement

বিহারে এনডিএ পেয়েছে মোট ১২৫ টি আসন। কিন্তু এই আসনের সিংহভাগই এসেছে বড় শরিক বিজেপির হাত ধরে। জেডিউ পেয়েছে ৪৩টি আসন। তথ্য দিয়ে বিচার করলে তাঁর দল তৃতীয় দল। অন্য দিকে,৭৫ টি আসনের অধিকারী আরজেডি বিহারের সবচেয়ে বড় দল। মোদি যতই জঙ্গলের যুবরাজ বলুন,জোট সমীকরণ না থাকলে বিহারের মসনদে আজ বসতেন তেজস্বী যাদব। রূঢ় বাস্তব হল, তেজস্বীর তারুণ্যে মজেছে বিহারের বড় অংশ। এই পরিস্থিতিতে, বিজেপি যদি কথা রাখে তবে মুখ্যমন্ত্রী হবেন 'সুশাসনবাবু' নীতীশকুমার। কিন্তু সেই মুখ্যমন্ত্রীত্ব কি দাঁত নখ উপড়ে যাওয়া রাজার রাজমুকুটই নয়?

advertisement

অনেকে বলছেন এমনটা হতে পারে ভেবেই নীতীশ গান গেয়ে রেখেছিলেন অবসরের এবং বুঝেশুনে পা বাড়িয়েছিলেন জোটের রাস্তায়। তবে চোরকাঁটা শুধু নীতীশেরই নয়, বিঁধেছে গেরুয়া চাদরেও। কারণ নীতীশকে মেনে নেওয়া ছাড়া কোনও পথ খোলা নেই তাদের কাছে। বরং রয়েছে অতীতের ভয়ের ছায়া।

সদ্যই মুখ্যমন্ত্রীত্ব নিয়ে সংঘাতের জেরে হাতছাড়া হয়েছে মহারাষ্ট্রের মতো বড় রাজ্য। তার মাশুলও গুণতে হয়েছে। কাজেই সততা না দেখালে দুর্বল নীতীশই বাঘনখের থাবা দিতে পারেন। পাল্টির নজিরে তিনি সুবিদিত। ২০১৫ সালেই এক কথায় জোট ভেঙেছিলেন তিনি, যোগ দিয়েছিলেন বিজেপির সঙ্গে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হলে পাশা উল্টে যাবে বিহারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

সেই ভয় থেকেই কাল থেকে নীতীশের বাড়িতে বিজেপি নেতাদের ভিড়, পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন। বিজেপি বলছে, ১০ টি আসন পেলেও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই আখ্যানকে ট্র্যাজিকমেডি বললে কি কিছু ভুল বলা হবে?

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বানপ্রস্থেই যাবেন নাকি মুকুটহীন সম্রাট হবেন 'সুশাসনবাবু' নীতীশ কুমার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল