TRENDING:

শিনা বোরা হত্যাকাণ্ডের তদন্তকারী অফিসারের স্ত্রীর রহস্যজনক মৃত্যু

Last Updated:

শিনা বোরা হত্যাকাণ্ডের তদন্তকারী অফিসারের স্ত্রীর রহস্যজনক মৃত্যু ৷ মঙ্গলবার রাতে বাড়ি থেকে উদ্ধার করা হয় তদন্তকারী অফিসারের মৃতদেহ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শিনা বোরা হত্যাকাণ্ডের তদন্তকারী অফিসারের স্ত্রীর রহস্যজনক মৃত্যু ৷ মঙ্গলবার রাতে বাড়ি থেকে উদ্ধার করা হয় তদন্তকারী অফিসারের মৃতদেহ ৷ মুম্বইয়ের সান্তাক্রুজে পুলিশ ইন্সপেক্টর দয়ানেশ্বর গানোরে রাত ৩:৩০ নাগাদ অফিস থেকে বাড়ি পৌঁছে স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ৷ বাড়ি পৌঁছনোর পর অনেক ডাকাডাকি করা সত্ত্বেও কেউ দরজা না খুললে সন্দেহ হয় দয়ানেশ্বরের ৷ কোনও উপায় না দেখে শেষে দরজা ভাঙতে বাধ্য হয় তিনি ৷
advertisement

বাড়িতে ঢুকে স্ত্রী দীপালি গানোরের মৃতদেহের পাশে থেকে একটি ছুরিও পাওয়া গিয়েছে ৷ মৃতের দেহ একাধিক ছুরিরে আঘাত পাওয়া গিয়েছে ৷ অতিরিক্ত রক্তক্ষরণেই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

পুলিশ জানিয়েছে, গতকাল বিকেল থেকে দয়ানেশ্বর গানোরের ২১ বছরের ছেলেরও কোনও হদিশ পাওয়া যাচ্ছে না ৷

advertisement

২০১২ সালে শিনা বোরা হত্যা মামলার তদন্তকারীর দলের সদস্য ছিলেন দয়ানেশ্বর ৷ ২০১২ সালের এপ্রিল মাসে ২৪ বছরের শিনাকে গাড়ির মধ্যে গলা টিপে খুন করে হত্যা করা হয়। তারপর খুনের একদিন বাদে তাঁর দেহ মুম্বই থেকে ৮৪ কিমি দূরে রায়গড়ের জঙ্গলে নিয়ে গিয়ে পুড়িয়ে মাটির তলায় পুঁতে ফেলা হয়। এই হত্যাকাণ্ডের তদন্তভার প্রথমে মুম্বই পুলিশের হাতে ছিল। ২০১৫-এর শেষেরদিকে মামলার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

কেন বা কারা এতটা নৃশংসভাবে হত্যা করল দীপালি গানোরকে? তা খতিয়ে দেখছে পুলিশ ৷ এই ঘটনায় এফআইআরও দায়ের করা হয়েছে।

বাংলা খবর/ খবর/দেশ/
শিনা বোরা হত্যাকাণ্ডের তদন্তকারী অফিসারের স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল