বাড়িতে ঢুকে স্ত্রী দীপালি গানোরের মৃতদেহের পাশে থেকে একটি ছুরিও পাওয়া গিয়েছে ৷ মৃতের দেহ একাধিক ছুরিরে আঘাত পাওয়া গিয়েছে ৷ অতিরিক্ত রক্তক্ষরণেই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
পুলিশ জানিয়েছে, গতকাল বিকেল থেকে দয়ানেশ্বর গানোরের ২১ বছরের ছেলেরও কোনও হদিশ পাওয়া যাচ্ছে না ৷
advertisement
২০১২ সালে শিনা বোরা হত্যা মামলার তদন্তকারীর দলের সদস্য ছিলেন দয়ানেশ্বর ৷ ২০১২ সালের এপ্রিল মাসে ২৪ বছরের শিনাকে গাড়ির মধ্যে গলা টিপে খুন করে হত্যা করা হয়। তারপর খুনের একদিন বাদে তাঁর দেহ মুম্বই থেকে ৮৪ কিমি দূরে রায়গড়ের জঙ্গলে নিয়ে গিয়ে পুড়িয়ে মাটির তলায় পুঁতে ফেলা হয়। এই হত্যাকাণ্ডের তদন্তভার প্রথমে মুম্বই পুলিশের হাতে ছিল। ২০১৫-এর শেষেরদিকে মামলার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে।
কেন বা কারা এতটা নৃশংসভাবে হত্যা করল দীপালি গানোরকে? তা খতিয়ে দেখছে পুলিশ ৷ এই ঘটনায় এফআইআরও দায়ের করা হয়েছে।