TRENDING:

Widow Blaming Husband Ad: স্বামী মারা গেছেন সদ্য বিধবা স্ত্রী প্রথম এ কী বললেন, বিজ্ঞাপনে এ কী ভাষায় কথা হচ্ছে, বিশ্বাস করতে পারছে না নেটিজেনরা

Last Updated:

একটি পলিসি সংস্থার বিজ্ঞাপন নিয়ে তোলপাড়, মানুষ কত অসংবেদনশীল হতে পারে৷ কী করে একজন মানুষের মৃত্যু নিয়ে একটা এমন বিজ্ঞাপন হতে পারে যেখানে সমস্ত পরিশীলিত অনুভূতি একেবারে শেষ হয়ে যাচ্ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
: একটি পলিসি সংস্থার বিজ্ঞাপন নিয়ে তোলপাড়, মানুষ কত অসংবেদনশীল হতে পারে৷ কী করে একজন মানুষের মৃত্যু নিয়ে একটা এমন বিজ্ঞাপন হতে পারে যেখানে সমস্ত পরিশীলিত অনুভূতি একেবারে শেষ হয়ে যাচ্ছে৷ এই বিজ্ঞাপনে একটি জীবন বিমা পলিসির প্রচার করা হয়েছে৷  পরিবারের জন্য জীবন বিমা পলিসি কভারেজ কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে গিয়ে একেবারে মানুষের আবেগকে ভেঙে দিয়েছেন৷  সোশ্যাল মিডিয়ায় এর “অসংবেদনশীল” গল্প বলার জন্য ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। নেটিজেনরা বিজ্ঞাপনটির সমালোচনা করেছেন, এটিকে “রণবীর আলাহবাদিয়ার বাবা মাকে নিয়ে জোকস  চেয়েও খারাপ” এবং “জঘন্য” বলে ট্রোল করেছেন৷
বিজ্ঞাপন হারাচ্ছে মানবিকতার ভাব - Photo Courtesy- AD/Video grab
বিজ্ঞাপন হারাচ্ছে মানবিকতার ভাব - Photo Courtesy- AD/Video grab
advertisement

২৩ ফেব্রুয়ারি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সাম্প্রতিক ভারত বনাম পাকিস্তান খেলা চলাকালীন সম্প্রচারিত টিভি বিজ্ঞাপনটিতে একজন শোকাহত মহিলাকে দেখানো হয়েছিল, যিনি তার প্রয়াত স্বামীর পরিবারের জন্য টার্ম লাইফ ইনসিওরেন্স না কেনায় হওয়ায় হতাশ। মহিলাকে বলতে শোনা যায়: “ম্যায় স্কুল কি ফি ক্যায়সে ভারুঙ্গি, ঘর কা খরচা ভি হ্যায়” -অর্থাৎ স্কুলের ফি কীভাবে দেব? সংসারের খরচও আছে…।

advertisement

advertisement

এরপর তিনি আরও বলেন, “তুম তো টার্ম লাইফ ইনসিওরেন্স লিয়ে বিনা হি চলে গ্যায়ে,” (তুমি টার্ম লাইফ ইনসিওরেন্স না কিনেই চলে গেলে। এরপর বিজ্ঞাপনটিতে ক্যামেরাটি তাঁর প্রয়াত স্বামীর একটি ফ্রেম করা ছবি দেখা যাচ্ছে৷  যেখানে দেখা যাচ্ছে এক ভদ্রলোকের ফটোতে মালা পরা ছিল, অর্থাৎ বিধবা মহিলার স্বামীর দিকে ইঙ্গিত করেছিল৷

advertisement

আরও পড়ুন – KKR Lobby and Gambhir: একটাই জিনিস নাকি গম্ভীর বোঝেন, তা হল নিজের লবি, কেকেআর লবি এখন রাজ করছে ভারতীয় ক্রিকেটে

বিজ্ঞাপনের বার্তাটি পরিবারের জন্য আর্থিক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরার জন্য হলেও, অনেক নেটিজেন এই অ্যাওয়ারনেস বিজ্ঞাপনটিকে নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন। একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, “একজন মানুষ সবেমাত্র মারা গেছেন, এবং তার স্ত্রী প্রথমেই তাঁকে টার্ম ইনসিওরেন্স না কেনার জন্য দোষারোপ করেন? এটা আর্থিক সচেতনতা নয়, এটা কেবল অসংবেদনশীলতা৷ “

advertisement

একজন ব্যবহারকারী উত্তর দিয়েছেন, “এটি কেবল অসংবেদনশীলই নয়, এটি জঘন্যও। বড় হও নীতিবাজার। এই বিজ্ঞাপনটি সরিয়ে ফেলো এবং একটি যুক্তিসঙ্গত বিজ্ঞাপন চালু করো।” দ্বিতীয় ব্যবহারকারী মন্তব্য করেছেন, “মানুষ এবং মানবতার অপমান। রণবীর আল্লাবাদিয়ার চেয়েও খারাপ।” ইউটিউবার রণবীর আলাহবাদিয়া সম্প্রতি ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট শোতে তার জঘন্য রসিকতা দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও এক নেটিজেন লিখেছেন, “মহিলা যেভাবে তার সংলাপগুলি উপস্থাপন করেছেন তাও তার প্রয়াত স্বামীর প্রতি ক্রোধে পরিপূর্ণ। এই বিজ্ঞাপনের লেখক এবং নির্মাতারা কতটা অসংবেদনশীল হতে পারেন। একেবারেই জঘন্য।”

বাংলা খবর/ খবর/দেশ/
Widow Blaming Husband Ad: স্বামী মারা গেছেন সদ্য বিধবা স্ত্রী প্রথম এ কী বললেন, বিজ্ঞাপনে এ কী ভাষায় কথা হচ্ছে, বিশ্বাস করতে পারছে না নেটিজেনরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল