কুণালের বিরুদ্ধে অভিযোগ, রিপাবলিক টিভি-র সাংবাদিক অর্ণব গোস্বামীকে বিমানে উত্যক্ত করে বচসা করেন কুণাল৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে৷ ভিডিও-টি কুণাল নিজেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়৷ কুণাল কামরাকে ব্যান করেছে এয়ার ইন্ডিয়াও৷ ভিডিও-তে দেখা গিয়েছে, বিমানে অর্ণব গোস্বামীর সঙ্গে নিজে থেকেই কথা বলতে যান কুণাল৷ তারপর নানা কথায় ওই সাংবাদিককে উস্কাতে থাকেন৷ একের পর এক প্রশ্ন ছুড়তে থাকেন অর্ণবকে৷ যে ভাবে অর্ণব সঞ্চালনা করেন, ঠিক সেই রকম ভাবে৷ যদিও কুণালের প্রশ্নের একটি জবাবও দেননি ওই সাংবাদিক৷ এই ঘটনাটি ভিডিও করে কুণাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন৷
advertisement
কুণালের ওই ঘটনার কেউ প্রশংসা করেছেন, কেউ আবার তীব্র নিন্দাও করেন৷ এই ঘটনায় রাতেই তোলপাড় শুরু হয়ে সোশ্যাল মিডিয়ায়৷ ইন্ডিগো ট্যুইট করে জানায়, কুণাল কামরাকে ৬ মাসের জন্য ব্যান করা হল৷ কারণ, তিনি বিমানে অন্যযাত্রীর সঙ্গে অভব্য আচরণ করেছেন৷
কুণালের ঘটনায় উঠে আসছে সাধ্বী প্রজ্ঞার ঘটনাটিও৷ গত ডিসেম্বরেই প্রজ্ঞার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। দিল্লি-ভোপাল বিমান সফরের সময়ে প্রজ্ঞা জরুরিকালীন সিট ছাড়তে না চাওয়ায় প্রায় ৪৫ মিনিট দেরি করে ছাড়ে স্পাইস জেটের বিমান।
