TRENDING:

Next Vice President: ধনখড়ের মতো ‘ভুল’...আর করবে না BJP! ‘নিজেদের লোক’কেই করছে পরবর্তী উপ-রাষ্ট্রপতি...এখন শুধু মোদির সিলমোহরের অপেক্ষা

Last Updated:

ধনখড়ের পদত্যাগের সাথে সাথেই পরবর্তী যে প্রশ্ন গুরুতর হয়ে উঠেছে, তা হচ্ছে, দেশের পরবর্তী উপ রাষ্ট্রপতি কে হচ্ছেন? ইতিমধ্যেই জল্পনায় উঠে এসেছে একাধিক নাম৷ জল্পনায় রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার থেকে শুরু করে কংগ্রেস সাংসদ শশী থারুর পর্যন্ত। দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর নামও উঠে আসছে সম্ভাব্য উপ রাষ্ট্রপতি হওয়ার তালিকায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি, পায়েল মেহতা: জেডিইউ নয়, নয় কংগ্রেসও৷ দেশের পরবর্তী উপ রাষ্ট্রপতি হতে চলেছন বিজেপি থেকেই৷ এনডিএ জোটের এক শীর্ষ স্থানীয় নেতা স্পষ্ট ভাবেই জানিয়েছেন, পরবর্তী উপ রাষ্ট্রপতির নাম নিয় মোটামুটি ঐকমত্যে এসেছে বিজেপির শরিক দলগুলি৷ এমনটা হলে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর নামই উঠে আসছে তালিকার শীর্ষে৷ এরপরেই গুঞ্জন রয়েছে জেপি নাড্ডা, নিতিন গডকড়ির৷ এক সময় আরএসএস ঘনিষ্ঠ জগদীপ ধনখড়ের সম্পর্কে একটানা টানাপড়েনের পরে হঠাৎ পদত্যাগ রীতিমতো হুলস্থূল কাণ্ড বাঁধিয়ে দিয়েছে কেন্দ্রীয় রাজনীতিতে৷ ধনখড় সরে যাওয়ার পরে এবার কাকে বেছে নেবে এনডিএ, সেই জল্পনাই এখন তুঙ্গে৷
News18
News18
advertisement

জানা গিয়েছে, নতুন যিনি উপরাষ্ট্রপতি হবেন, তিনি গোটা পাঁচ বছরের জন্যই ওই পদে থাকবেন৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আলোচনায় জানা গিয়েছে, উপ রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নেই কোনও জেডি(ইউ) বা অন্য কোনও এনডিএ শরিক দলের নেতা৷ একটি শীর্ষ পর্যায়ের সূত্র জানিয়েছে, বিজেপির যে নেতাকে উপ রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে, তেলুগু দেশম পার্টি (টিডিপি) এবং জেডি(ইউ) সহ সমস্ত জোট শরিক সেই নামের সঙ্গে ঐকমত্য হয়েছে৷ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ব্রিটেন সফর শেষে দেশে ফিরে সেই নামে সিলমোহর দিলেই চূড়ান্ত হবে সিদ্ধান্ত৷

advertisement

আরও পড়ুন: ধনখড় তো সরলেন, তাহলে কি এবার শশী থারুর! জানেন, উপ-রাষ্ট্রপতি পদে কার নাম সবার উপরে?

ধনখড়ের পদত্যাগের সাথে সাথেই পরবর্তী যে প্রশ্ন গুরুতর হয়ে উঠেছে, তা হচ্ছে, দেশের পরবর্তী উপ রাষ্ট্রপতি কে হচ্ছেন? ইতিমধ্যেই জল্পনায় উঠে এসেছে একাধিক নাম৷ জল্পনায় রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার থেকে শুরু করে কংগ্রেস সাংসদ শশী থারুর পর্যন্ত। দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর নামও উঠে আসছে সম্ভাব্য উপ রাষ্ট্রপতি হওয়ার তালিকায়৷

advertisement

আরও পড়ুন: প্রত্যেক বুথে ১০ লাখ দিচ্ছেন মমতা..সরকারি প্রকল্পে ফের নতুন চমক! এতে কোন সুবিধা পাচ্ছেন আপনি, সেটা কি জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

জল্পনা-কল্পনার শীর্ষে রয়েছে হরিবংশ নারায়ণ সিং-এর নাম। বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার নাম নিয়ে গুঞ্জন ক্রমশ বাড়ছে।ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি পদের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচারিত অন্যান্য নামগুলির মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরিও রয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Next Vice President: ধনখড়ের মতো ‘ভুল’...আর করবে না BJP! ‘নিজেদের লোক’কেই করছে পরবর্তী উপ-রাষ্ট্রপতি...এখন শুধু মোদির সিলমোহরের অপেক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল