জানা গিয়েছে, নতুন যিনি উপরাষ্ট্রপতি হবেন, তিনি গোটা পাঁচ বছরের জন্যই ওই পদে থাকবেন৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আলোচনায় জানা গিয়েছে, উপ রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নেই কোনও জেডি(ইউ) বা অন্য কোনও এনডিএ শরিক দলের নেতা৷ একটি শীর্ষ পর্যায়ের সূত্র জানিয়েছে, বিজেপির যে নেতাকে উপ রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে, তেলুগু দেশম পার্টি (টিডিপি) এবং জেডি(ইউ) সহ সমস্ত জোট শরিক সেই নামের সঙ্গে ঐকমত্য হয়েছে৷ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ব্রিটেন সফর শেষে দেশে ফিরে সেই নামে সিলমোহর দিলেই চূড়ান্ত হবে সিদ্ধান্ত৷
advertisement
আরও পড়ুন: ধনখড় তো সরলেন, তাহলে কি এবার শশী থারুর! জানেন, উপ-রাষ্ট্রপতি পদে কার নাম সবার উপরে?
ধনখড়ের পদত্যাগের সাথে সাথেই পরবর্তী যে প্রশ্ন গুরুতর হয়ে উঠেছে, তা হচ্ছে, দেশের পরবর্তী উপ রাষ্ট্রপতি কে হচ্ছেন? ইতিমধ্যেই জল্পনায় উঠে এসেছে একাধিক নাম৷ জল্পনায় রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার থেকে শুরু করে কংগ্রেস সাংসদ শশী থারুর পর্যন্ত। দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর নামও উঠে আসছে সম্ভাব্য উপ রাষ্ট্রপতি হওয়ার তালিকায়৷
জল্পনা-কল্পনার শীর্ষে রয়েছে হরিবংশ নারায়ণ সিং-এর নাম। বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার নাম নিয়ে গুঞ্জন ক্রমশ বাড়ছে।ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি পদের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচারিত অন্যান্য নামগুলির মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরিও রয়েছেন।