TRENDING:

Next Vice President: ধনখড়ের মতো ‘ভুল’...আর করবে না BJP! ‘নিজেদের লোক’কেই করছে পরবর্তী উপ-রাষ্ট্রপতি...এখন শুধু মোদির সিলমোহরের অপেক্ষা

Last Updated:

ধনখড়ের পদত্যাগের সাথে সাথেই পরবর্তী যে প্রশ্ন গুরুতর হয়ে উঠেছে, তা হচ্ছে, দেশের পরবর্তী উপ রাষ্ট্রপতি কে হচ্ছেন? ইতিমধ্যেই জল্পনায় উঠে এসেছে একাধিক নাম৷ জল্পনায় রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার থেকে শুরু করে কংগ্রেস সাংসদ শশী থারুর পর্যন্ত। দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর নামও উঠে আসছে সম্ভাব্য উপ রাষ্ট্রপতি হওয়ার তালিকায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি, পায়েল মেহতা: জেডিইউ নয়, নয় কংগ্রেসও৷ দেশের পরবর্তী উপ রাষ্ট্রপতি হতে চলেছন বিজেপি থেকেই৷ এনডিএ জোটের এক শীর্ষ স্থানীয় নেতা স্পষ্ট ভাবেই জানিয়েছেন, পরবর্তী উপ রাষ্ট্রপতির নাম নিয় মোটামুটি ঐকমত্যে এসেছে বিজেপির শরিক দলগুলি৷ এমনটা হলে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর নামই উঠে আসছে তালিকার শীর্ষে৷ এরপরেই গুঞ্জন রয়েছে জেপি নাড্ডা, নিতিন গডকড়ির৷ এক সময় আরএসএস ঘনিষ্ঠ জগদীপ ধনখড়ের সম্পর্কে একটানা টানাপড়েনের পরে হঠাৎ পদত্যাগ রীতিমতো হুলস্থূল কাণ্ড বাঁধিয়ে দিয়েছে কেন্দ্রীয় রাজনীতিতে৷ ধনখড় সরে যাওয়ার পরে এবার কাকে বেছে নেবে এনডিএ, সেই জল্পনাই এখন তুঙ্গে৷
News18
News18
advertisement

জানা গিয়েছে, নতুন যিনি উপরাষ্ট্রপতি হবেন, তিনি গোটা পাঁচ বছরের জন্যই ওই পদে থাকবেন৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আলোচনায় জানা গিয়েছে, উপ রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নেই কোনও জেডি(ইউ) বা অন্য কোনও এনডিএ শরিক দলের নেতা৷ একটি শীর্ষ পর্যায়ের সূত্র জানিয়েছে, বিজেপির যে নেতাকে উপ রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে, তেলুগু দেশম পার্টি (টিডিপি) এবং জেডি(ইউ) সহ সমস্ত জোট শরিক সেই নামের সঙ্গে ঐকমত্য হয়েছে৷ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ব্রিটেন সফর শেষে দেশে ফিরে সেই নামে সিলমোহর দিলেই চূড়ান্ত হবে সিদ্ধান্ত৷

advertisement

আরও পড়ুন: ধনখড় তো সরলেন, তাহলে কি এবার শশী থারুর! জানেন, উপ-রাষ্ট্রপতি পদে কার নাম সবার উপরে?

ধনখড়ের পদত্যাগের সাথে সাথেই পরবর্তী যে প্রশ্ন গুরুতর হয়ে উঠেছে, তা হচ্ছে, দেশের পরবর্তী উপ রাষ্ট্রপতি কে হচ্ছেন? ইতিমধ্যেই জল্পনায় উঠে এসেছে একাধিক নাম৷ জল্পনায় রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার থেকে শুরু করে কংগ্রেস সাংসদ শশী থারুর পর্যন্ত। দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর নামও উঠে আসছে সম্ভাব্য উপ রাষ্ট্রপতি হওয়ার তালিকায়৷

advertisement

আরও পড়ুন: প্রত্যেক বুথে ১০ লাখ দিচ্ছেন মমতা..সরকারি প্রকল্পে ফের নতুন চমক! এতে কোন সুবিধা পাচ্ছেন আপনি, সেটা কি জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

জল্পনা-কল্পনার শীর্ষে রয়েছে হরিবংশ নারায়ণ সিং-এর নাম। বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার নাম নিয়ে গুঞ্জন ক্রমশ বাড়ছে।ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি পদের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচারিত অন্যান্য নামগুলির মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরিও রয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Next Vice President: ধনখড়ের মতো ‘ভুল’...আর করবে না BJP! ‘নিজেদের লোক’কেই করছে পরবর্তী উপ-রাষ্ট্রপতি...এখন শুধু মোদির সিলমোহরের অপেক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল