TRENDING:

Lok Sabha Elections 2019 Result: দেশ জয়ের পিছনে কী স্ট্র্যাটেজি ছিল মোদি-শাহের?

Last Updated:

General Elections 2019 Result:

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রবীণ এস থাম্পি
advertisement

টাইম ম্যাগাজিনের কভার স্টোরিতে তাঁকে 'ডিভাইডার-ইন-চিফ' বা 'বিভাজনের গুরু' আখ্যা দিয়েছে হপ্তা খানেক আগেই৷ সেই মোদিই শেষ হাসি হাসলেন৷ ২০১৯-এর লোকসভা ভোটে মোদির বিপুল ভোটে জয়, ভারতীয় পুরনো কয়েকটি ফ্যাক্টর ভেঙে দিল৷ জাতি, লিঙ্গ, ভূগোল, জনসংখ্যায় বিভেদ সৃষ্টির যে তকমা লেগেছিল মোদির গায়ে, তা মুছে দিল৷ স্বাধীনতার পর থেকেই যে ফ্যাক্টরগুলি ভারতী রাজনীতিকে পরিচালিত করেছে৷

advertisement

মোদির বিশাল জয় একটি সহজ সংখ্যাতত্ত্বে বলাই যায়৷ তা হল, এখনও পর্যন্ত যা ট্রেন্ড, বিজেপি ভোট শেয়ার ৪৮ শতাংশ৷ অন্য ভাবে বলতে গেলে, প্রতি ২ জন ভারতীয়ের মধ্যে একজন ভারতীয় মোদিকে ভোট দিয়েছেন৷ বিজেপি-র একাই ২৯৮ আসন পার করার পিছনে রয়েছে কঠোর পরিশ্রম৷

হাই-ডেসিবল প্রচারের পরেও কংগ্রেস কোনও প্রভাব ফেলতে পারল না৷ বর্তমানে যা ট্রেন্ড, তাতে লোকসভায় বিরোধী দলনেতা পদ কংগ্রেস পাবে কিনা, তা নিয়ে রীতিমতো সংশয় দেখা দিয়েছে৷ কংগ্রেস যেটুকু আসন পেল, তার অর্ধেকই এলো কেরল ও পঞ্জাব থেকে৷ অমেঠিতে হেরেও পরিবারের মান বাঁচাতে পারলেন না দলের সভাপতি রাহুল গান্ধি৷

advertisement

উত্তরপ্রদেশে সপা-বসপা জোট খানিকটা ধাক্কা দেবে বলে অনেকে আশা করেছিলেন৷ কিন্তু দিনের শেষে পশ্চিমবঙ্গ ও ওড়িশার মতোই বিজেপি বাজিমাত করল৷ পশ্চিমবঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপি৷ ফেডারেল ফর্নট গঠন করতে চাওয়া আরেক কারিগর চন্দ্রবাবু নায়ডু নিজের রাজ্যটাই খোয়ালেন৷ ওয়াইএসআর কংগ্রেস নেতা জগনমোহন রেড্ডির কাছে হারলেন৷

হিন্দি বলয়ে তিনটি রাজ্যে জোটের বিরুদ্ধে লড়েছে বিজেপি৷ সেগুলি হল, উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড৷ তিনটিতেই, জাতপাতের অঙ্কে ভোট লড়েনি বিজেপি৷ ২০১৪ সালে এই তিন রাজ্যে মোট ১৩৪ আসনের মধ্যে ১১৭টি আসন পেয়েছিল বিজেপি৷ উত্তরপ্রদেশে সপা-বসপা গঠবন্ধনের যাদব, দলিত ও মুসলিম ভোট যদি ধরা যায়, মাত্র ৪০ শতাংশ৷ সেখানে বিজেপি সব জাতি ও সম্প্রদায়কে সংগঠিত করার চেষ্টা করেছে৷ সে ক্ষেত্রে ওই ৪০ শতাংশ বাদে বাকি ৬০ শতাংশ সংগঠিত করতে পেরেছে বিজেপি৷ অ-যাদব ওবিসি, অ-যাদব সম্প্রদায় বিজেপির পাশে ছিল৷ ফলে ভোট মোবিলাইজেশন বলতে যা বোঝায়, তা সুচারু ভাবে করতে পেরেছে বিজেপি৷

advertisement

বিহারে বিধানসভা ভোট থেকে শিক্ষা নিয়েছে বিজেপি৷ সেই কারণেই অঙ্ক কষে নীতিশ কুমারের সঙ্গে জোট মিলিয়েছে৷ ওবিসি প্লাস ডেভেলপমেন্ট ভোট-র ১৫ শতাংশ রয়েছে নীতিশ কুমারের হাতে৷ তাই বিহারে জেডিইউ সুপ্রিমোর সঙ্গে খুব সুচারু ভাবে আসন সমঝোতা করে বিজেপি৷৷ ৫টি আসনে প্রার্থী দেয় তারা৷ ঝাড়খণ্ডে কুর্মি সম্প্রদায়ের ভোট পেতে বিজেপি একটি আসন অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নকে ছেড়ে দেয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নিজের বেতন জমিয়ে ঘুরছেন দেশে দেশে, 'এই' শিক্ষক একাই বদলে দিচ্ছেন পরিবেশের ভবিষ্যৎ
আরও দেখুন

দিনের শেষে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এই রায় হল, নরেন্দ্র মোদি ও অমিত শাহ জুটির স্মার্ট অঙ্ক ও সিদ্ধান্তের ফল৷ প্রার্থী নির্বাচন থেকে শুরু করে বিরোধীদের স্লোগানের পাল্টা স্লোগান বাছা-- কোনও ক্ষেত্রেই ফাঁক রাখেননি মোদি-শাহ জুটি৷ ভোপালে সাধ্বী প্রজ্ঞা, তেজস্বী সূর্য, ক্রিকেটার গৌতম গম্ভীর, সুপি গায়ক হন্স রাজ হন্স, ভোজপুরী অভিনেতা রবি কিষাণকে প্রার্থী করেছে বিজেপি৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Lok Sabha Elections 2019 Result: দেশ জয়ের পিছনে কী স্ট্র্যাটেজি ছিল মোদি-শাহের?