TRENDING:

Vastu Tips for Plants: পড়াশোনায় মন বসে না সন্তানের? টেবিলে রাখুন এই গাছ, জানুন কোন গাছের কী উপকারিতা

Last Updated:

Vastu Tips for Plants: গার্ডেন ভিলেজের তানভি প্রকাশ জানান, তাঁদের কাছে বাস্তু গাছ ও ঔষধি গাছ পাওয়া যায়। কিন্তু তিনি বলেন যে প্রতিটি উদ্ভিদের ভিন্ন অর্থ রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাড়িতে বা অফিসে বাস্তু গাছ এবং ঔষধি গাছ রাখতে ভালবাসেন? তবে এই গাছগুলির সম্পর্কে জানতেই হবে। বিশ্বাস করা হয়, বাড়িতে বা অফিসে এই ধরনের গাছ রাখলে ইতিবাচক শক্তি বজায় থাকে। পূর্ণিয়ার গার্ডেন ভিলেজের মালিক তানভি প্রকাশ এই বিষয়ে আলোচনা করেন।
কোন গাছের কী উপকারিতা
কোন গাছের কী উপকারিতা
advertisement

আপনি চাইলে গার্ডেন ভিলেজে গিয়ে বাস্তু বা ঔষধি গাছও নিতে পারেন অথবা ফোন করে ফ্রি ডেলিভারি পেতে পারেন। এখানে চারাগাছের দাম ১৫ টাকা থেকে শুরু। পূর্ণিয়ার স্থানীয়রা অবশ্য ফ্রি ডেলিভারি পাবেন। অন্যান্য জায়গায় থাকলে কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে।

লাকি বাঁশের প্রজাতি

গার্ডেন ভিলেজের তানভি প্রকাশ জানান, তাঁদের কাছে বাস্তু গাছ ও ঔষধি গাছ পাওয়া যায়। কিন্তু তিনি বলেন যে প্রতিটি উদ্ভিদের ভিন্ন অর্থ রয়েছে। তিনি জানান, লাকি বাঁশের দু’টি প্রজাতিই রয়েছে তাঁর কাছে। সেগুলি সবথেকে বেশি মানুষ পছন্দ করেন। অফিস এবং বাড়িতে ইনস্টল করা যেতে পারে। এর পাশাপাশি ফেংশুইয়ের দৃষ্টিকোণ থেকে দেখলে এই গাছটিকে ভাগ্যবান বলে মনে করা হয়। ইতিবাচক শক্তি সঞ্চারিত করে।

advertisement

আরও পড়ুন: জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার! পা ঝুলিয়ে বসে এই কাজটি করেন না তো? শুধরে ফেলুন আজই

ধনকুবের চারা

এ ছাড়া ধনকুবেরের চারা খুব সুন্দর। গাছটি দেখলে আপনার মনের কষ্ট দূর হয়ে যাবে। দুশ্চিন্তা কমে যাবে। সেই সঙ্গে চারপাশের বাতাসও থাকবে পরিষ্কার ও বিশুদ্ধ। এই গাছগুলো দেখার পর মনে শান্তি আসে। কাজেও মন বসে বেশি। স্বস্তি পান। সম্পদ বৃদ্ধি হয়।

advertisement

অ্যালুমিনা গাছ

অ্যালুমিনা প্ল্যান্টকে নাসা এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট হিসেবে ঘোষণা করেছে। এটি বাড়িতে রাখা ভাল বলে মনে করা হয়। ভিয়েতনামের মানুষেরা এই গাছ তাঁদের বাড়ির সদর দরজায় রাখেন। যাতে সর্বদা ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে।

তানভি প্রকাশ জানান, তাঁর কাছে গাছের টবও পাওয়া যায়। তিনি জানান, তাঁর কাছে পাখির ছোট মূর্তিও রয়েছে। গাছ লাগানোর পর এই মূর্তিগুলোকে টবে রাখতে পারেন। এতে আপনার গাছগুলি সুন্দর এবং আকর্ষণীয় দেখাবে।

advertisement

আরও পড়ুন: উত্তরপ্রদেশের শহর থেকে রহস্যজনক ভাবে উধাও কাক! বিশেষজ্ঞদের কথা শুনলে শিউরে উঠবেন

তানভি প্রকাশ বলেন, বাস্তুশাস্ত্র অনুসারে, লাকি ব্যাম্বু প্ল্যান্ট, ধনকুবের, লক্ষ্মী কমল, জেপাউধা, স্ট্রেস প্ল্যান্ট, অ্যালোভেরা, অ্যালুমিনিয়াম প্ল্যান্ট এবং আরও অনেক গাছপালা রয়েছে যা আপনাকে ইতিবাচক শক্তি দেবে। এমনই একটি গাছ হল পিশরি। যেসব শিশুর পড়াশোনায় মন বসে না, সেসব শিশুদের স্টাডি টেবিল বা স্টাডি রুমে পেশরি গাছ রাখুন। এতে ছেলেমেয়েদের পড়াশোনায় মন দেবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গাছ কেনার বা তথ্যের জন্য www.gardengram.com –এ গিয়ে বিশদে জানতে পারেন।

বাংলা খবর/ খবর/দেশ/
Vastu Tips for Plants: পড়াশোনায় মন বসে না সন্তানের? টেবিলে রাখুন এই গাছ, জানুন কোন গাছের কী উপকারিতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল