ইন্টারনেটে সেই ছবি ভাইরাল৷ মুম্বইয়ের একটি অনুষ্ঠানে তখন মঞ্চে নারায়ণ মূর্তি৷ বিশ্বের তথ্যপ্রযুক্তি জগতে অন্যতম নক্ষত্র৷ TIEcon-এর ওই পুরস্কার অনুষ্ঠানে ছিলেন রতন টাটাও৷ রতন টাটাকে পুরস্কার মঞ্চে ডাকা হল৷ নারায়ণ মূর্তিই পুরস্কার তুলে দেবেন রতন টাটার হাতে৷ পুরস্কার দেওয়ার আগে রতন টাটার পা ছুঁয়ে প্রণাম করলেন নারায়ণ মূর্তি৷ আবেগে ভাসল ইনস্টাগ্রাম৷ দু জনেই দেশের দুটি বড় নাম৷ কিন্তু সম্মানের নিরিখে যে রতন টাটাই বর্তমানে ভারতের অন্যতম সেরা ব্যক্তিত্ব, তা যেন আরও একবার প্রমাণ হল৷
advertisement
ট্যুইটার থেকে ইনস্টগ্রাম, মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য৷ ইনস্টগ্রামে একজন লিখলেন, 'অতুল্য ভারতের এটাই সংস্কৃতি৷ ভারতীয় সংস্কার৷ এক লেজেন্ডকে আরেক লেজেন্ডের সম্মান জানানো দেখে মনটা ভরে গেল৷ দুজনকেই আমার প্রণাম৷'
আরেকজন লিখছেন, 'আমাদের প্রত্যেক ভারতীয়ের কাছে এটা শিক্ষনীয়৷ মাতৃভূমির দুই মহান সন্তান, দু জনকে দুজনকে শ্রদ্ধা জানাচ্ছেন৷ ভারতীয় হিসেবে গর্বিত৷'
পুরস্কার নেওয়ার পর রতন টাটা বললেন, 'বন্ধু নারায়ণ মূর্তির হাত থেকে পুরস্কার নেওয়া বিশেষ সম্মানের৷'