TRENDING:

BJP-র অনুরাগ বলতে উঠতেই লোকসভায় স্লোগান, 'গোলি মারনা বন্‌ধ করো'

Last Updated:

কয়েক দিন আগে দিল্লিতে নির্বাচনী প্রচারে গিয়ে অনুরাগ ঠাকুরের একটি সভায় দেখা যায় স্লোগান উঠছে, 'দেশকে গদ্দারোঁ কো, গোলি মারো শালোঁ কো...৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সিএএ বিরোধিতার আবহে সংসদে শুরু হয়ে গিয়েছে বাজেট অধিবেশন৷ বেকারত্ব, মূল্যবৃদ্ধি, খারাপ জিডিপি-সহ একাধিক ইস্যুতে সোমবার অধিবেশন শুরু হতেই সরব হন বিরোধীরা৷ তার উপর শিয়রে দিল্লি নির্বাচন৷ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর বলতে উঠতেই, বিরোধীরা স্লোগান দিতে শুরু করলেন, 'গোলি মারনা বন্ধ করো৷'
advertisement

কয়েক দিন আগে দিল্লিতে নির্বাচনী প্রচারে গিয়ে অনুরাগ ঠাকুরের একটি সভায় দেখা যায় স্লোগান উঠছে, 'দেশকে গদ্দারোঁ কো, গোলি মারো শালোঁ কো...৷' এই ঘটনায় অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন৷ তাত্‍পূর্যপূর্ণ ভাবে রবিবারও গুলি চলেছে জামিয়া বিশ্ববিদ্যালয়ের গেটে৷ এই তৃতীয় বার৷

এ দিন অনুরাগ বক্তব্য পেশ করা শুরু করতেই, বিরোধীরা চেঁচাতে শুরু করেন, 'গোলি মারনা বন্ধ করো৷' পরিস্থিতি এতটাই হট্টগোলের হয় যে স্পিকার ওম বিড়লা বিরক্ত হয়ে বিরোধীদের বলেন, স্লোগান দেওয়া বন্ধ করুন৷ সিএএ, এনআরসি ও এনপিআর নিয়ে অবিলম্বে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব এনেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বাম, আরজেডি-সহ একাধিক দল৷ লোকসভায় অধিবেশন শুরু হতেই বিরোধীরা চিত্‍কার করে স্লোগান দিতে থাকেন, 'সে নো টু সিএএ,' 'সেভ আওয়ার ডেমোক্র্যাসি'৷

advertisement

অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে জানান, বাজেট অধিবেশনে যে কোনও বিষয়ে আলোচনায় প্রস্তুত সরকার৷ অর্থনৈতিক উন্নয়নে সব সাংসদের পরামর্শ চায় সরকার৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
BJP-র অনুরাগ বলতে উঠতেই লোকসভায় স্লোগান, 'গোলি মারনা বন্‌ধ করো'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল