TRENDING:

News18 Agenda India: যখন পুলওয়ামার জন্য RDX ঢুকছিল, তখন 'চৌকিদার' কী করছিলেন ? প্রশ্ন কপিল সিব্বলের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এবছর লোকসভা ভোটের প্রচারে মোদির 'চৌকিদার' ক্যাম্পেন একদিকে যেমন নজর কেড়েছে, তেমনি নানা মহলে সমালোচনার ঝড়ও কিছু কম ওঠেনি! এবার প্রশ্ন তুললেন প্রাক্তন আইন মন্ত্রী ও কংগ্রেস নেতা কপিল সিব্বল ! চাঁচাছোলা ভাবে বললেন,'' যখন উরি, নাগরোটা, পাঠানকোট, বারামুলা, পুলওয়ামা হামলা হয়েছিল, তখন 'চৌকিদার'-ই কিন্তু ক্ষমতায় ছিলেন!''
advertisement

News18 Agenda India-র অনুষ্ঠানে সিব্বল-এর কথায়, ''জাতীয় নিরাপত্তার বিষয়ে বিজেপি কী করেছে? গুরুদাসপুর থেকে যাত্রা শুরু হয়েছিল...তারপর একে একে পাঠানকোট, উরি, বারমু।অ, নাগরোটা! হালে পুলওয়ামা! এই সময় 'চৌকিদার' কী করছিলেন? যখন কোথাও চুরি হয় তখন তো দায়িত্বপ্রাপ্ত চৌকিদারকেই জবাবদিহি করতে হয়! তাহলে এবার আমরা যখন দেশের চৌকিদারকে চোরের বিষয়ে প্রশ্ন করছি, আমাদের জাতীয়তাবাদ বিরোধী আখ্যা দেওয়া হচ্ছে কেন?''

advertisement

গোয়েন্দা ব্যর্থতার দিকে আঙুল তুলে তাঁর প্রশ্ন, ''পুলওয়ামায় বিস্ফোরণের জন্য জইশ-এ-মহম্মদ-কে ভারতে প্রচুর পরিমাণে আরডিএক্স আনতে হয়েছিল! কীভাবে সেটা সম্ভব হল? চৌকিদার তখন কোথায় ছিলেন? কীভাবেই বা 'রাফাল'-এর নথি চুরি গেল? তাও আবার খোদ চৌকিদারের বাড়ি থেকে! এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে?''

তাঁর মত, '' জাতীয় নিরাপত্তার জন্য আমাদের একটা স্ট্র্যাটেজি থাকা প্রয়োজন। পাকিস্তানের সঙ্গে 'ব্লেম- গেম' খেলে কোনও লাভ নেই! আমরা মানুষকে দেশবিরোধী হিসেবে চিহ্নিত করতে পারি না! একটি সদ্যোজাতকে সব রকম প্রতিবন্ধকতা থেকে আগলে সুস্থ পরিবেশে বড় করা কাম্য! কিন্তু এদেশে কেউ শিক্ষা বা স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলে না! অথচ এটাই দেশবাসীর জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ! যদি সার্জিক্যাল স্ট্রাইক করতেই হয়,তাহলে তা দারিদ্রের বিরুদ্ধে করা হোক!''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলে কে প্রধানমন্ত্রী হবেন? কীভাবেই বা 'ন্যূনতম আয় যোজনা'( NYAY)-য় টাকা বিনিয়োগ করা হবে? এই প্রশ্নগুলোর উত্তর অবশ্য এড়িয়ে যান কপিল সিব্বল!

বাংলা খবর/ খবর/দেশ/
News18 Agenda India: যখন পুলওয়ামার জন্য RDX ঢুকছিল, তখন 'চৌকিদার' কী করছিলেন ? প্রশ্ন কপিল সিব্বলের