TRENDING:

'সাফল্য কামনা করি', সোনিয়া-অনুগত খাড়গেকে শুভেচ্ছা পরাজিত শশী থারুরের

Last Updated:

ট্যুইটে  খাড়গেকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধিও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হলেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। ফল ঘোষণার পরেই ট্যুইটে প্রতিক্রিয়া জানালেন পরাজিত প্রার্থী শশী থারুর৷ ট্যুইটে থারুর লেখেন, কংগ্রেসের সভাপতি হওয়া অত্যন্ত সম্মানের৷ এটি একটি বিশাল দায়িত্বও বটে৷ আমি সেই কাজে মল্লিকার্জুন খাড়গের সাফল্য কামনা করছি৷ আমার কাছে এটি একটি সৌভাগ্যের বিষয় যে এক হাজারেরও বেশি সহকর্মীর এবং সারা ভারত জুড়ে কংগ্রেসের অনেক শুভানুধ্যায়ীর সমর্থন পেয়েছি৷
খাড়গেকে অভিনন্দন জানালেন শশী থারুর
খাড়গেকে অভিনন্দন জানালেন শশী থারুর
advertisement

ট্যুইটে  খাড়গেকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধিও৷

advertisement

শশী থারুরকে হারিয়ে কংগ্রেসের নয়া সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ ২৪ বছর পর গান্ধি পরিবারের বাইরে কেউ কংগ্রেসের সভাপতি হলেন। কংগ্রেসের ১৩৭ বছরের ইতিহাসে এই নিয়ে ষষ্ঠবার সভাপতি নির্বাচন। এর আগে ২০১৭ সালে রাহুল গান্ধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তবে গত চার বছরে সারা দেশে কংগ্রেসের দৈন্য দশা আরও প্রকট হয়েছে। বলা চলে, অস্তিত্ব সংকটে ভুগছে দেশের অন্যতম রাজনৈতিক দল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

১৯৯৮ সালের পর এই প্রথম কংগ্রেসের সভাপতি পদে গান্ধী পরিবারের বাইরের কেউ বসতে চলেছেন। এর আগে ওই পদে ছিলেন সীতারাম কেশরী।

বাংলা খবর/ খবর/দেশ/
'সাফল্য কামনা করি', সোনিয়া-অনুগত খাড়গেকে শুভেচ্ছা পরাজিত শশী থারুরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল