TRENDING:

কোন লক্ষণগুলি দেখে বুঝবেন একজন মানুষ Sex Addict ?

Last Updated:

কয়েকদিন আগে পর্যন্ত নিজেকে নির্দোশ প্রমাণ করার জন্য রাম রহিমকে নিজেকে ইমপোটেন্টে বলে দাবি করেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রোহতক: সম্প্রতি জেলে রাম রহিমের শারীরিক পরীক্ষা করে চিকিৎসকেরা জানিয়েছেন যে তিনি একজন সেক্স অ্যাডিক্ট ৷ এর জেরেই তিনি অসুস্থ বোধ করছেন ও অস্থিরতায় ভুগছেন ৷ জেলে থাকায় এক ধরনের উইথড্রয়াল সিম্পটমে ভুগছেন। খাবার, ড্রাগস বা সেক্সে যে কোনও জিনিসে যদি আমরা আসক্তি হয়ে পড়ি তাহলে আমাদের জীবনের সমস্ত কিছুর উপর তাদের একটি বিশাল প্রভাব পড়ে ৷ কয়েকদিন আগে পর্যন্ত নিজেকে নির্দোশ প্রমাণ করার জন্য রাম রহিমকে নিজেকে ইমপোটেন্টে বলে দাবি করেন ৷ অথচ তার কয়েকদিন পরই জানা যায় আসলে তিনি একজন সেক্স অ্যাডিক্ট ৷
advertisement

কিন্তু সেক্স অ্যাডিক্ট বলতে কী বোঝায় ?

যে ব্যক্তি নিয়মিত যৌন সঙ্গমে লিপ্ত হন- দিনে একাধিক বার বা সপ্তাহে একাধিকবার তাকে সেক্স অ্যাডিক্ট বলা হয়ে থাকে ৷

কী করে বুঝবেন একজন সেক্স অ্যাডিক্ট ?

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

যদি কেউ সব সময় যৌন সঙ্গম নিয়ে ভাবতে থাকেন বা নিজের চাহিদাকে কন্ট্রোল করতে না পারে তাহলে তাকেও সেক্স অ্যাডিক্ট বলা হয়ে থাকে ৷ যদি কেউ সেক্স অ্যাডিক্ট হয়ে থাকেন তাহলে কোন না কোন উপায়ে সেটি পাওয়ার চেষ্টা করতে থাকবে সেই ব্যাক্তি ৷ এবং না পেলে অস্পস্থ বোধ করতে থাকে বা আস্থিরতায় ভুগতে থাকেন ৷ এমনকি যারে যৌন আসক্তিতে ভোগেন তারা সব সময় মাথায় সেক্স নিয়ে ভাবতে থাকেন ৷ রোজকার কাজকর্ম করার সময়ও তাদের মাথার মধ্যে এই চিন্তায় চলতে থাকে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কোন লক্ষণগুলি দেখে বুঝবেন একজন মানুষ Sex Addict ?