ভারতে নোনতা জল এবং মিষ্টি জলে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। তবে জানেন কি দেশের জাতীয় জলজ প্রাণীটি হল শুশুক। যাকে ‘গাঙ্গেয় ডলফিন’ নামে পরিচয় পাওয়া যায়। গঙ্গায় তো বটেই সেই সঙ্গে ব্রহ্মপুত্র নদেও এই শুশুকের দেখা মেলে সাধারণত। এগুলি ডলফিনের মতো দেখতে হলেও তার চেয়ে চেহারায় কিছুটা ছোট আকারের হয়। চেহারায় ৮ থেকে ৯ ফুটের মতো লম্বা হয় শুশুক। এরা যেহেতু চোখে দেখতে পায় না, তাই তারা জলের মধ্যে শব্দের কম্পন অনুভব করে নিজেদের দিক নির্ণয় করে এবং খাবার খোঁজে।
advertisement
শুশুক সাধারণত লাজুক প্রকৃতির হয় বলে, শুশুক কে খুব বেশি দেখতে পাওয়া যায় না। একসঙ্গে থাকতে পছন্দ করে তারা। কমপক্ষে দু’জন এক সঙ্গে তো থাকেই। তবে বর্তমানে এখন জলের দূষণের কারণে শুশুকদের জীবন বিপন্ন। যদিও সরকারের তরফে এই শুশুক ধরা ভারতে একদম নিষিদ্ধ।
আরও পড়ুন: মিল নেই মা-বাবার সঙ্গে, রণবীর-আলিয়ার ‘নীলমণি’ রাহার চেহারা কার সঙ্গে মেলে? চমকে যাবেন!
ভারতে যেমন গাঙ্গেয় ডলফিন পাওয়া যায়, তেমন পাকিস্তানে সিন্ধু নদীতে আরও এক প্রকারের এমন ডলফিন পাওয়া যায়। আবার বাংলাদেশের মেঘনা নদীতেও শুশুকের দেখা মেলে। ভারতের জাতীয় জলজ প্রাণী কিন্তু বিশেষ কোনও মাছ নয়, বরং শুশুক বা গাঙ্গেয় ডলফিন।