TRENDING:

Aquatic Animal: মাছ নয়, ভারতের জাতীয় জলজ প্রাণীর এটি, নাম শুনে চমকে যাবেন, ৯৯% শতাংশই ডাহা ফেল

Last Updated:

Aquatic Animal: বাঙালিদের পাশাপাশি ভারতের প্রায় সব রাজ্যেই মাছ খাওয়ার চল রয়েছে। নদীর মিষ্টি জলের মাছ এবং সমুদ্রের নোনতা জলের মাছ, এই দুই  ধরনের মাছই খেয়ে থাকেন ভারতীয়রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কথায় আছে মাছে ভাতে বাঙালি। মাছ খাওয়ার ক্ষেত্রে বাঙালির জুড়ি নেই। বাঙালিদের পাতে মাছ ছাড়া ভাবাই যায় না! বাঙালিদের পাশাপাশি ভারতের প্রায় সব রাজ্যেই মাছ খাওয়ার চল রয়েছে। নদীর মিষ্টি জলের মাছ এবং সমুদ্রের নোনতা জলের মাছ, এই দুই  ধরনের মাছই খেয়ে থাকেন ভারতীয়রা। ভারতে তো বটেই বাংলাদেশেও যেমন অনেক নদী, অনেক মাছ, তেমনই সেখানেও মাছ খাওয়ার রেওয়াজ যথেষ্ট। নানা ধরনের মাছ খেতে পছন্দ করেন বাংলাদেশের মানুষজন। মাছ খাওয়ার এতো প্রচলন থাকলেও আপনি জানেন কি ভারতের জাতীয় মাছ বা জলজ প্রাণী কী?
ভারতের জাতীয় জলজ প্রাণী
ভারতের জাতীয় জলজ প্রাণী
advertisement

ভারতে নোনতা জল এবং মিষ্টি জলে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। তবে জানেন কি দেশের জাতীয় জলজ প্রাণীটি হল শুশুক। যাকে ‘গাঙ্গেয় ডলফিন’ নামে পরিচয় পাওয়া যায়। গঙ্গায় তো বটেই সেই সঙ্গে ব্রহ্মপুত্র নদেও এই শুশুকের দেখা মেলে সাধারণত। এগুলি ডলফিনের মতো দেখতে হলেও তার চেয়ে চেহারায় কিছুটা ছোট আকারের হয়। চেহারায় ৮ থেকে ৯ ফুটের মতো লম্বা হয় শুশুক। এরা যেহেতু চোখে দেখতে পায় না, তাই তারা জলের মধ্যে শব্দের কম্পন অনুভব করে নিজেদের দিক নির্ণয় করে এবং খাবার খোঁজে।

advertisement

শুশুক সাধারণত লাজুক প্রকৃতির হয় বলে, শুশুক কে খুব বেশি দেখতে পাওয়া যায় না। একসঙ্গে থাকতে পছন্দ করে তারা। কমপক্ষে দু’জন এক সঙ্গে তো থাকেই। তবে বর্তমানে এখন জলের দূষণের কারণে শুশুকদের জীবন বিপন্ন। যদিও সরকারের তরফে এই শুশুক ধরা ভারতে একদম নিষিদ্ধ।

advertisement

আরও পড়ুন: মিল নেই মা-বাবার সঙ্গে, রণবীর-আলিয়ার ‘নীলমণি’ রাহার চেহারা কার সঙ্গে মেলে? চমকে যাবেন!

সেরা ভিডিও

আরও দেখুন
উর্দি ছেড়ে গিটার হাতে আধিকারিক, দুই পুলিশ কর্তার গানের গলা অবাক করবে আপনাকেও!
আরও দেখুন

ভারতে যেমন গাঙ্গেয় ডলফিন পাওয়া যায়, তেমন পাকিস্তানে সিন্ধু নদীতে আরও এক প্রকারের এমন ডলফিন পাওয়া যায়। আবার বাংলাদেশের মেঘনা নদীতেও শুশুকের দেখা মেলে। ভারতের জাতীয় জলজ প্রাণী কিন্তু বিশেষ কোনও মাছ নয়, বরং শুশুক বা গাঙ্গেয় ডলফিন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Aquatic Animal: মাছ নয়, ভারতের জাতীয় জলজ প্রাণীর এটি, নাম শুনে চমকে যাবেন, ৯৯% শতাংশই ডাহা ফেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল