TRENDING:

West Bengal Tourist Death: হতাশায় ভুগছিলেন, উত্তরাখণ্ডে বেড়াতে এসে চরম সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের পর্যটকের, বিস্তারিত জানুন

Last Updated:

Tourist Death: শুক্রবার সন্ধ্যায় ময়ঙ্কের পরিবারের সদস্যরা হোটেলের রিসেপশনে ফোন করে জানান যে, তিনি তাদের ফোন ধরছেন না। এরপর তাকে বাথরুমে মৃত অবস্থান পাওয়া যায়। বিস্তারিত জানুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লালকুয়াঁ: উত্তরাখণ্ডে ঘুরতে আসা পশ্চিমবঙ্গের এক পর্যটক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি হোটেলে নিজের গলা কেটে আত্মহত্যা করেন। পুলিশ মৃতদেহ মর্গে পাঠিয়েছে এবং পরিবারের সদস্যদের আসার পরই ময়নাতদন্ত করা হবে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
হতাশায় ভুগছিলেন, উত্তরাখণ্ডে বেড়াতে এসে চরম সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের পর্যটকের, বিস্তারিত জানুন
হতাশায় ভুগছিলেন, উত্তরাখণ্ডে বেড়াতে এসে চরম সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের পর্যটকের, বিস্তারিত জানুন
advertisement

পুলিশের তথ্য অনুযায়ী, মৃতের নাম ময়ঙ্ক পাল (৪৪) এবং ঘটনাটি নৈনিতাল জেলার লালকুয়াঁ কোতোয়ালি এলাকার। ময়ঙ্ক শুক্রবার রেলওয়ে স্টেশনের ত্রিবেণী মোড়ের কাছের একটি হোটেল, কুনাল হোটেলে একটি রুম বুক করেন।

আরও পড়ুন: কানাডা যাওয়ার অনুমতি মেলেনি, রাগে মাকে খুন করে ফেলল ছেলে!

শুক্রবার সন্ধ্যায় ময়ঙ্কের পরিবারের সদস্যরা হোটেলের রিসেপশনে ফোন করে জানান যে, তিনি তাদের ফোন ধরছেন না। এরপর হোটেল কর্মীরা তার রুমের দরজায় কড়া নাড়েন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে কার্পেন্টার ডেকে দরজা খোলা হয়। এরপর, টয়লেটে ময়ঙ্ককে রক্তে ভেজা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে হালদ্বানীর সুশীলা তিওয়ারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হোটেল কর্তৃপক্ষ ময়ঙ্কের পরিবারের সদস্যদের এই দুঃসংবাদের কথা জানায়।

advertisement

আরও পড়ুন: হাসপাতালেই ব্রেন ডেথ স্ত্রীকে শেষবার সিঁদুর দিলেন স্বামী, তারপর… বিস্তারিত জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ময়ঙ্ক ছিলেন ডিপ্রেশনের শিকার – লালকুয়াঁ থানার অফিসার ডি.আর. ভার্মা জানান, ময়ঙ্ক তার দুই বন্ধুর সঙ্গে উত্তরাখণ্ডে বেড়াতে এসেছিলেন। তার দুই বন্ধু আলমোড়া ঘুরতে গিয়েছিলেন, আর ময়ঙ্ক শুক্রবার বাঘ এক্সপ্রেসে পশ্চিমবঙ্গে ফেরার পরিকল্পনা করেছিলেন। জানা গিয়েছে, ময়ঙ্ক ডিপ্রেশনের রোগী ছিলেন এবং তার চিকিৎসাও চলছিল। তিনি পশ্চিমবঙ্গের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা ছিলেন। বর্তমানে পুলিশ মৃতদেহ মর্গে পাঠিয়েছে এবং পরিবারের সদস্যদের আসার পর ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু করা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
West Bengal Tourist Death: হতাশায় ভুগছিলেন, উত্তরাখণ্ডে বেড়াতে এসে চরম সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের পর্যটকের, বিস্তারিত জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল