রবিবাসরীয় ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের ভীমপুর বাজার এবং পিড়াকাটা বাজারে দুটি পৃথক পদযাত্রায় অংশ নেন শুভেন্দু। জঙ্গলমহলের ভীমপুর বাজারে পদযাত্রা শেষ করে আচমকাই নিজের গাড়ি ও কনভয় ছেড়ে উঠে পড়েন টোটোয়। রাস্তার দু’ধারে তখন দাঁড়িয়ে থাকা মানুষজনের ভিড়। টোটোয় যেতে যেতেই জনসংযোগে শামিল হন বিরোধী দলনেতা।
advertisement
তারপর টোটোয় চেপে দীর্ঘ পথ অতিক্রম করে শেষমেশ পিড়াকাটা বাজারে পৌঁছন শুভেন্দু। রাস্তার উপর দিয়ে তখন টোটোর তিন চাকার অভিমুখ তখন জঙ্গলমহলের পিড়াকাটা বাজারের দিকে। রাস্তার দু’ধারে জঙ্গলমহলের মানুষ৷
কিন্তু হঠাৎ কেন গাড়ি ছেড়ে টোটোয়? শুভেন্দুর কথায়, ‘‘জঙ্গলমহলের সঙ্গে আমার মাটির সম্পর্ক। আত্মিক সম্পর্ক। আমি মনে করি আত্মিক সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও বেশি কিছু।’’
পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে এদিন পায়ে পায়ে হেঁটে পথে প্রচারে ঝড় তোলেন শুভেন্দু অধিকারী। রাস্তার বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীকে বরণ এবং পুষ্পবৃষ্টির মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। রবিবাসরীয় প্রচারের শেষ বেলায় নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের রেয়াপাড়াতে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের সমস্ত প্রার্থীদের নিয়ে বিজেপির প্রার্থী পরিচিতি সভায় যোগ দেন এলাকার বিধায়ক তথা বিরোধী দলনেতা। আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘‘জঙ্গলমহলে ভোট হলে তৃণমূল শূন্য হবে পঞ্চায়েত। ’’