বন্যায় বিপর্যস্ত গোটা চেন্নাই ৷ জনজীবন এখনও ফেরেনি পুরনো ছন্দে ৷ এখনও বহু এলাকা থেকে নামেনি জল ৷ তারই মাঝে বিয়ের মরসুম ৷ তাও আবার তামিলনাড়ুর পর্যটন মন্ত্রী শানমুগানাথনের মেয়ের বিয়ে বলে কথা ৷ এলাহি ব্যবস্থা ৷ কিন্তু আসার কথা থাকলেও, বিয়েতে এলেন না চিফ গেস্ট জয়ললিতা ! সঙ্গে সঙ্গে থেমে গেল সানাই, নিভে গেল ঝাড়বাতি ৷ বর-বউয়ের সামনেই ঘোষণা হল, ‘আম্মা’ আসবে না, তাই বিয়েও হবে না ! এই ঘটনা প্রথম নয়, শানমুগানাথনের মেয়ের বিয়ে আগেও গিয়েছিল পিছিয়ে ৷ তখন জয়ললিতা ছিলেন কারাগারে ৷ কথা ছিল জয়ললিতা ফিরলেই হবে বিয়ে৷ তবে এবার কারাগার নয়, বন্যাই আসতে দিল তাঁকে ৷ মন্ত্রীর এই মেয়ের বিয়ে হতে পারে পরের বছরের শুরুতেই ৷ বিয়ের তারিখ নাকি ঠিক করবেন জয়ললিতাই !
advertisement
শুধুমাত্র এই বিয়ে নয়, জয়ললিতার জন্য চেন্নাইয়ে ৯ টি বিয়ে গেল পিছিয়ে ৷ সবারই একটাই বক্তব্য, ‘আম্মা’র আর্শিবাদ ছাড়া বিয়ে হওয়া সম্ভব নয় ৷ অন্যদিকে বন্যায় বিপর্যস্ত মানুষদের ফের নতুন ছন্দে ফেরাতে ব্যস্ত জয়ললিতা ৷ এই অবস্থায় বিয়ে বাড়ি গিয়ে নব-দম্পতিকে আর্শিবাদ করাটা মোটেই যে উচিত নয়, তা তিনি বুঝেছেন ভালোই ৷ তাই আপাতত, বিয়ে বাড়িকে ভুলে চেন্নাই বাঁচানোর কাজেই চিন্তিত ‘আম্মা’ ৷