বহু কষ্টে এসেছে জয়। গুজরাতে গেরুয়া পতাকা উড়িয়ে আরও বেশি আক্রমণাত্মক,আরও বেশি আগ্রাসী নরেন্দ্র মোদি। বুথস্তর থেকেই BJP-কে শক্তিশালী করে তুলতে হবে বলে বার্তা মোদির ৷ পাশাপাশি কীভাবে অমিত শাহকে গ্রুম করেছেন সেই বিষয়ও তুলে ধরেছেন ৷ তার বক্তব্যে উঠে আসে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির কথা ৷ মনে করিয়ে দেন কীভাবে সিনিয়ররা তরুণ প্রজন্মকে হাতে ধরে কাজ শিখিয়েছিলেন ৷
advertisement
প্রত্যাশিত ফল হয়নি। হারের মুখ দেখেছেন মন্ত্রিসভার ৭ সদস্য। তারপরও গুজরাতের ফলকে সামনে রেখেই এগোনোর বার্তা প্রধানমন্ত্রীর। আসন কমাটা উপেক্ষা করেই জয়টাকেই বড় করে দেখার কৌশলও স্পষ্ট হল।
সূত্রের খবর এদিন মোদি বক্তব্য রাখার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন মোদি ৷ গুজরাত নিয়ে যে প্রবল চাপে ছিলেন তা মোদির বডি ল্যাঙ্গয়েজেই স্পষ্ট হয়েছে বারবার। গুজরাত, হিমাচলের এই ফলকে সামনে রেখেই জনমত যাচাই করার সুযোগ ছিল মোদির সামনে। তাকেই পুরোপুরি কাজে লাগানোর বার্তাও স্পষ্ট হল এদিন।
গুজরাতে হাড্ডাহাড্ডির লড়াই হলেও হিমাচল প্রদেশ কংগ্রেসের কাছ থেকে ফের ছিনিয়ে নিতে সফল মোদি বাহিনী ৷ এর ফলে দেশের মাত্র চার রাজ্যই এখন রইল কংগ্রেসের হাতে ৷ অন্যদিকে ২৯টি রাজ্যের মধ্যে ১৯টা রাজ্যই এখন গেরুয়া শিবিরের দখলে ৷ এই নজির গড়েছিল কংগ্রেস ৷ ইন্দিরা গান্ধির সময় ১৮টি রাজ্যে ক্ষমতায় ছিল কংগ্রেস ৷ তবে ১৯ টি রাজ্যে ক্ষমতায় এসে নতুন রেকর্ড গড়ল বিজেপি ৷
কংগ্রেস অবশ্য অন্যদিকে গুজরাতের ফলাফলকে তাদের নৈতিক জয় বলে দাবি করেছেন ৷ মোদি এই বিষয়ে জানান, কংগ্রেসের ভ্রান্ত প্রচারে যেন দলের কর্মীরা প্রভাবিত না হয় ৷ এটা দলের জন্য বড় জয় ৷