আরও পড়ুন- বকেয়া ডিএ মেলার খবরে "মুখ্যমন্ত্রীর উপরই সম্পূর্ণ আস্থা" সরকারি কর্মচারী সংগঠনের
একটি ট্যুইটে অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করেছেন রাহুল। পোস্টে রাহুল লেখেন, “ভারতের গণতন্ত্র বিশ্বজনীন বিষয়। আমরাই একমাত্র মানুষ যারা এমন ভাবে গণতন্ত্রকে অতুলনীয় মাত্রায় পরিচালনা করেছি। লন্ডনে #IdeasForIndia সম্মেলনে নানান বিষয়ের উপর সমৃদ্ধ মতবিনিময় হয়েছে।”
advertisement
আরও পড়ুন- ৩৪ বছর পুরনো 'হত্যা' মামলায় নভজ্যোত সিং সিধুকে কারাদণ্ডের নির্দেশ শীর্ষ আদালতের!
অন্যদিকে, দেশে বেশ বিপাকেই কংগ্রেস। গুজরাতে নির্বাচনের আগে দলের রাজ্য সভাপতি হার্দিক প্যাটেল পদত্যাগ করেছেন। ৩৪ বছর আগের এক মামলায় কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুকে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
২০২২ সালে গুজরাত ও হিমাচল প্রদেশ, ২০২৩ সালে মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, কর্ণাটক, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান এবং তেলেঙ্গানা, ২০২৪ সালে সিকিম, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িশা, হরিয়ানা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন আর মূল চ্যালেঞ্জ- ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করার চিন্তাভাবনার উদ্দেশ্যে রাজস্থানের উদয়পুরে একটি চিন্তন শিবিরের আয়োজন করে কংগ্রেস। দেশে জনসংযোগ বাড়াতে কাশ্মীর থেকে কন্যাকুমারী পদযাত্রার আয়োজনও করারও ভাবনা রয়েছে কংগ্রেসের।