বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার জানিয়েছেন, 'পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ চলাকালীন একটি মিগ ২১ বিমান হারিয়েছি আমরা৷ একজন পাইলটের খোঁজ পাওয়া যাচ্ছে না৷ পাকিস্তান দাবি করছে, তারা ওই পাইলটকে আটক করেছে৷ আমরা তাদের খতিয়ে দেখছি বিষয়টি৷'
পাকিস্তানের দাবি, তারা ভারতের ২টি যুদ্ধবিমানকে নামিয়ে দিয়েছে৷ ২ পাইলটকে গ্রেফতারও করেছে৷ পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভারতে ঢুকতেই গুলি চালাতে শুরু করে সেনা৷ ভারতের বাধায় পালানোর চেষ্টা করে বিমানটি৷ পালানোর সময় রাজৌরি সেক্টরে বোমাবর্ষণ শুরু করে ওই বিমান৷ ভারতীয় বায়ুসেনা সূত্রের খবর, নওসেরা সেক্টর দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে বিমানটি৷
বুধবার ভোর থেকে সেনা-জঙ্গি গুলির শুরু হয় জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায়৷ এদিন ভোর ৪টে ২০ নাগাদ নিরাপত্তা বাহিনী কর্ডন লঞ্চ তল্লাশি অভিযান শুরু সোপিয়ান জেলার মিমেন্দার এলাকায়৷ হঠাৎই নিরাপত্তা বাহিনীকে উদ্দেশ্য করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা৷
ঘটনায় ৩ জঙ্গির বন্দি হওয়ার খবর পাওয়া গিয়েছে৷ তবে এখনও পর্যন্ত কোনও মুত্যুর খবর পাওয়া যায়নি৷ ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার জবাব দিতে মঙ্গলবার সীমান্তরেখা থেকে ৮০ কিলোমিটার ভিতরে ঢুকে বালাকোটে জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা৷