TRENDING:

Wayanad landslide update: মৃত বেড়ে ১৪৬, ওয়ানাডে মাটির নীচে চাপা আর কত দেহ? টানা বৃষ্টিতে নতুন বিপদের আশঙ্কা

Last Updated:

ওয়ানাডে উদ্ধারকাজে গতি আনতে ভারতীয় বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমানকে উত্তর প্রদেশের গাজিয়াবাদে ভারতীয় বায়ুসেনার হিন্দন বিমান ঘাঁটিতে তৈরি রাখা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়ানাড : কেরলের ওয়ানাডে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হল ১৪৬৷ আরও বহু মানুষ এখনও মাটির নীচে চাপা পড়ে থাকতে পারে বলে এখনও আশঙ্কা করছেন উদ্ধারকারীরা৷ সেনাবাহিনীর সঙ্গে এনডিআরএফ এবং অন্যান্য উদ্ধারকারী দল একটানা কাজ করে চললেও উদ্ধারকাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে অবিশ্রান্ত বৃষ্টি৷
ওয়ানাডের উদ্ধারকাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি৷ ছবি- পিটিআই
ওয়ানাডের উদ্ধারকাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি৷ ছবি- পিটিআই
advertisement

আজই ওয়ানাড যাওয়ার কথা ছিল রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধির৷ কিন্তু ওয়ানাডের মেপাল্লির যে পার্বত্য এলাকায় এই ধস নেমেছে, সেখানে এই মুহূর্তে আবহাওয়ার কারণেই হেলিকপ্টার অবতরণ করতে পারবে না৷ সেই কারণেই প্রশাসনের অনুরোধে আজকের সফর বাতিল করেছেন রাহুল এবং প্রিয়াঙ্কা৷

ওয়ানাডে উদ্ধারকাজে গতি আনতে ভারতীয় বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমানকে উত্তর প্রদেশের গাজিয়াবাদে ভারতীয় বায়ুসেনার হিন্দন বিমান ঘাঁটিতে তৈরি রাখা হয়েছে৷ মূলত ওয়ানাডের ধস কবলিত এলাকায় অস্থায়ী ভাবে সেতু, যাতায়াতের পথ তৈরি করার মতো সামগ্রী নিয়ে আজই কেরল পৌঁছবে বায়ুসেনার ওই বিমান৷

advertisement

আরও পড়ুন: মমতার হস্তক্ষেপে কাটল স্টুডিওপাড়ার জট! বুধবার থেকেই শুরু শ্যুটিং, রাজি সবপক্ষ

এখনও পর্যন্ত ধস কবলিত এলাকা থেকে প্রায় ১০০০ মানুষকে নিরাপদে সরানো সম্ভব হয়েছে৷ জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ ভারতীয় সেনার ছ কলম বাহিনী উদ্ধারকাজে যোগ দিয়েছে৷ তাদের সাহায্য করছে এনডিআরএফ এবং সিভিল ডিফেন্সেরে কর্মীরা৷ ধসে মেপাডি- চুরালমালার সড়কের উপরে ভেঙে পড়া একটি সেতুকে নতুন ভাবে তৈরি করার কাজ আজই শুরু করা হবে৷ অস্থায়ী ভাবে ওই সেতু তৈরি করতে পারলেও ধস কবলিত এলাকার সঙ্গে যোগাযোগ অনেক সহজ হবে৷ আজ সকালে আকাশ পথেও এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন সেনা আধিকারিকরা৷ সেই অনুযায়ী উদ্ধারকাজের পরিকল্পনা তৈরি করা হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সাড়ে তিন বছরের ছোট্ট অভ্রদীপের নাম জ্বলজ্বল করছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে, হতবাক সকলে!
আরও দেখুন

ইতিমধ্যেই প্রায় ৪৫টি ত্রাণ শিবিরে তিন হাজার মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে৷ যদিও প্রশাসনের চিন্তা বাড়িয়ে আগামী চব্বিশ ঘণ্টায় ওয়ানাড সহ উত্তর কেরলের সব জেলায় অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷

বাংলা খবর/ খবর/দেশ/
Wayanad landslide update: মৃত বেড়ে ১৪৬, ওয়ানাডে মাটির নীচে চাপা আর কত দেহ? টানা বৃষ্টিতে নতুন বিপদের আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল